নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আমার একটা আকাশ আছে

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

আমার একটা আকাশ আছে জেনে রেখো তুমি,
সেই আকাশের মেঘগুলোকে দেখে যেও তুমি।
সেই মেঘেদের মনে অনেক কষ্ট আছে জমা,
সেই কষ্টে জীবন নষ্ট, এইবার চাই ক্ষমা।
.
ইদানিং সেই মেঘগুলো আর মানতে চায় না বাধা,
বৃষ্টি হয়ে নামবে বলে গর্জে ইন্দ্র দাদা।
দাদাকে বলি, 'আচ্ছা, তবে ঝুমবৃষ্টি নামাও,
মনের যত ক্লেদ আর গ্লানি সব ধুয়েমুছে দাও'।
.
এরপর দেখো আঁধার ঘুঁচে গিয়ে আলোর বন্যা হবে,
সূর্য উঠবে, আমার আকাশেও ঝকঝকে রোদ রবে।
তখন আবার কষ্ট দিও না, জমতে দিও না মেঘ,
সারা জীবনের সাধ, আমি থাকি নিরুদ্বেগ।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: আমাএ একটা আকাশ আছে............ ওখানে কি আমার হবে?

২| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

জনতার আদালত বলেছেন: অনেক সুন্দর কবিতা।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর কবিতা

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১১

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: ...নিপুণ কথন... ,




সবার-ই একটা আকাশ থাকে । কারো আকাশে মেঘ জমে, কারো আকাশে রোদ্দুর ।

সুন্দর লিখেছেন ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.