নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

যে টাকা খায়, কাম করে, সে ভালো!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

-আহমেদ সাহেব কেমন মানুষ?
-খুব ভালো। টাকা খায়। কামও করে।
.
বন্ধুবান্ধব আর বড়ভাইয়ের সাথে আড্ডা দিয়ে জামা-কাপড় আয়রন করিয়ে ফেরার পথে রাস্তার পাশের দোকানে দুই ব্যক্তির মাঝে এই কথোপকথন শুনে আমি থমকে থেমে গেলাম, তারপর তাদের মুখের দিকে একবার তাকালাম। তারা নির্বিকার, যেন আমায় খেয়ালই করলেন না, এমন কথা তারা হর-হামেশাই বলেন, এমনটাই এখন স্বাভাবিক! বরং আমাকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে দোকানদার জানতে চাইলো, 'ভাই, কিছু লাগবে?'
.
আমিই এবার বিব্রত হলাম, বললাম, 'নাহ, কিছু লাগবে না'। বলেই আবার হাঁটতে শুরু করলাম। হেঁটে বাসায় ফেরার পথে ভাবলাম, আমাদের এই সমাজটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
.
(১) এই সমাজে এখন সেই লোকটিকেই মানুষ ভালো বলে, যে দুর্নীতিবাজ, যে অবৈধ সুবিধা পাইয়ে দেয়ার বিনিময়ে টাকা খায়।

(২) তাদেরকে খারাপ বলে, যারা সৎ, যারা উচিৎ কথা বলে, যারা নীতির বাইরে নিয়মের বাইরে কিছু করে না।

(৩) আর তাদেরকে খারাপ বলতে সাহস পায় না, যারা অবৈধ সুবিধা পাইয়ে দেবে বলে টাকা নিয়ে টাকাটাই মেরে খায়, কাজ করে না।
.
বলতে পারেন, কোন পথে হাঁটছি আমরা? কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি আমাদের সন্তান ও নাতিপুতিদের জন্য?

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের সন্তান ও নাতিপুতিরা শুধু অবাক হয়ে ভাববে, এই সময়েও তাদের পূর্বুপুরুষরা বর্বর ছিল!!

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্বজিত খুনের রায়ের পর এই বাংলাদেশ নিয়ে অনেক হতাশ আমি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.