নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিচ!

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫০

অনেকদিন চুটিয়ে #প্রেম করার পর, এমনকি বেশ কিছুদিন #লিভ_টুগেদারও করার পর হঠাৎ একদিন ছেলেটির সঙ্গে সকল ধরণের যোগাযোগ বন্ধ করে দিলো মেয়েটি।

ছেলেটির অবস্থা তো তখন খুব খারাপ। #পাগল পাগল ভাব। কোনো কাজে মন বসে না, চাকরির পড়ালেখাও হচ্ছে না। ফোনে অনেক চেষ্টা করেও না পেয়ে, ফেসবুকে #ব্লক খেয়ে, একদিন আর সইতে না পেরে, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সে হাজির হলো মেয়েটির বাসার সামনে।

বিব্রতকর পরিস্থিতি এড়াতে, বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে মেয়েটি একসময় নিচে নেমে এলো এবং ছেলেটিকে বললো, 'দেখো, তোমার চাকরি পাওয়া পর্যন্ত #অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। বাবা আমার জন্য ছেলে দেখছে, ও ডাক্তার। ওকে ছাড়া এখন আমি আর কিছু ভাবতে পারছি না। ও-ই আমার সব। তুমি ফিরে যাও, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না'।

ছেলেটি যেন ভূমিকম্পের ঝাটকা খেলো, বললো, 'তাহলে আমাদের এতোদিনের সম্পর্ক? সব মিথ্যে ছিলো? দিনের পর দিন, রাতের পর রাত... '

মেয়েটি ভেবে দেখলো, ছেলেটিকে আর শুধু শুধু রাগিয়ে লাভ নেই, হীতে বিপরীত হতে পারে। বরং বিয়ের আগ পর্যন্ত ওকে ভুলিয়ে ভালিয়ে শান্ত রাখা এবং অতীত ইতিহাস লুকিয়ে রাখাটাই কর্তব্য।

বুদ্ধি খাটিয়ে তখন সে ছেলেটিকে বললো, 'দেখো বাবু, বুঝতে চেষ্টা করো, আমি ওর সঙ্গেই সুখী হবো। তুমি কি চাও না আমি #সুখী হই? প্লিজ তুমি আমাদের জন্য দোয়া করো।'

'আর তুমি দেখে নিও, আমার চেয়েও অনেক ভালো আর সুন্দরী মেয়ে তুমি বউ হিসেবে পাবা। তোমার বিয়েতে আমি সেজেগুজে তোমার ভাগ্নেকে সাথে নিয়ে যাবো। দেইখো, ও তোমাকে আমার চেয়েও বেশি সুখে রাখবে'।

এক গবেষণায় দেখা গেছে, রবীন্দ্রপরবর্তী যুগে এটাই ছিলো সবচেয়ে বড় #মোটিভেশনাল_স্পিচ!

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৩

মেঘের সাথী বলেছেন: # - কথার মাঝে এটার মানে কি? :|

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

...নিপুণ কথন... বলেছেন: ফেসবুকে আমার পোস্ট থেকে কপি-পেস্ট করেছি, তাই ওগুলো রয়ে গেছে।

২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৫

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ফেসবুক

৩| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: ...নিপুণ কথন...




হ্যা ... মোটিভেশনাল স্পিচ-ই বটে !

৪| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৪

শ্রোডিঙ্গার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আমি জানি পৃথিবীর সবচেয়ে মোটিভেশনাল স্পিচ হলো- বিলিভ ইন ইউরসেলফ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.