নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মানুষের ধর্ম মানবতা, মনুষ্যত্ব। এর চেয়ে বড় কোনো ধর্ম নেই। ধর্মীয় পরিচয় পরে, আগে আমরা সবাই মানুষ। মানুষের বিপদে মানুষই পাশে থাকবে, থাকতে হয়। রোহিঙ্গা শরণার্থীদের বিপদে মানুষ হিসেবেই তাদের পাশে দাঁড়াতে হবে, ধর্মীয় কারণে নয়। এবং সেটা অবশ্যই নিজেদের সামর্থ অনুযায়ী।
.
শিখ ধর্মের অনুসারীদের ত্রাণসামগ্রী প্রক্রিয়াজনিত কারণে ৩ দিন বন্দরে আটকে থাকার পর গতকাল খালাস হয়েছে। প্রতিদিন ৩৫ হাজার শরণার্থীকে খাবার খাওয়ানোর টার্গেট নিয়ে কাজ করছেন শিখ স্বেচ্ছাসেবকেরা।
.
এটা নি:সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তারা যদি ধর্মের দিকে তাকিয়ে ওদেরকে পর ভাবতো, তাহলে এমন মানবিক আচরণ করতো না। কার ধর্ম সেরা, কারটা ছোট, এই বিতর্কে না নেমে তারা অসহায় মানুষের সেবায় নেমেছে। এটাই মানুষের কর্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর শিখদের যে গুরুদুয়ারি নানকশাহী আছে, সেখানেও প্রতি শুক্রবার প্রার্থনার পর যে যায়, তাকেই বিনামূল্যে পেটভরে খাওয়ায়, জানতে চায় না কার ধর্ম কী।
.
দেরীতে হলেও হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত মুসলিম-আধিক্যের রোহিঙ্গা জনগোষ্ঠির সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে, ত্রাণ পাঠিয়েছে। মিয়ানমারেরও উচিত জাতিগত সংখ্যালিঘুদের ওপর এমন আচরণ বন্ধ করা এবং শরণার্থীদের ফিরিয়ে নেয়া।
.
ধর্মের কথা বলে যারা সমাজে বিভেদ সৃষ্টি করে, তারা ধার্মিক হতে পারে, কিন্তু কোনোদিনই প্রকৃত মানুষ হতে পারবে না। অন্য ধর্মের বন্ধুর বাড়িতে খেলে ধর্ম থাকবে না, এই কথা যারা বলে তাদেরকে এড়িয়ে চলুন। একাত্তরে বাংলাদেশের ১ কোটি শরণার্থীকে (হিন্দু-মুসলিম নির্বিশেষে) আশ্রয় দিয়েছে, খাইয়েছে ভারত। তখন যেহেতু বিপদের দিনে এসব ভেদাভেদ আমরা মানিনি, এখনও মানব না।
.
আমি নিশ্চিত ঐ রোহিঙ্গা শিশুটিকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার ধর্ম কী, ও উত্তর দেবে 'আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও'।
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
আখেনাটেন বলেছেন: ভারত মুসলিম-আধিক্যের রোহিঙ্গা জনগোষ্ঠির সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিয়েছে ---কার্যকরী পদক্ষেপ কবে নিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর শিখদের যে গুরুদুয়ারি নানকশাহী আছে, সেখানেও প্রতি শুক্রবার প্রার্থনার পর যে যায়, তাকেই বিনামূল্যে পেটভরে খাওয়ায়, জানতে চায় না কার ধর্ম কী।
--- এই জায়গায় খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। বেশ।
মানুষের মানবিক গুণ না থাকলে সে মানুষ কিসে? শুধু ধর্মের দোহাই দিয়ে। নেভার এভার।
ভালো লেখা।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
কানিজ রিনা বলেছেন: খুব খুব ভাল দিক তুলে ধরেছেন ধর্ম যার
যার মানবতা সবার। মানবতাই বড় ধর্ম।
প্রতিটা ধর্মে মানবতার কথাই বলা আছে।
যেমন অহিংস পরম ধর্ম জীব হত্যা মহাপাপ।
একথা মায়ানমার সরকার মুছে ফেলতে চায়।
যুগে যুগে ধর্ম এসেছে মানুষের কল্যানের জন্য
মানুষ এখন ধর্মের কল্যানকর বানী মুছে
ফেলতে চায় মায়ানমার সরকার যা করছে
তা তাদের ধর্মের বিরুদ্ধেই করছে। ধন্যবাদ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
রাখালছেলে বলেছেন: কথা সত্য। চরম সত্য । ধর্মের মধ্যে বিভক্ত বিদ্যমান । মানবধর্ম হল আসল ধর্ম ।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
আবিদা সিদ্দিকী বলেছেন: সংকটাপন্ন অবস্থায় "ধর্ম" শব্দটা উচ্চারণ না করাই উত্তম। ইনডাইরেক্টলি কারা কি করছে সেসব তুলে ধরাই ভালো।