নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজকাল যারাই অনশনে বসছেন, তারাই যেন সফল হচ্ছেন! নির্বাচনকে সামনে রেখে এইতো সুযোগ! ঐদিকটায় যাওয়া-আসার সময় আমার মনে হয়, প্রেসক্লাবের সামনের রাস্তাটা একটু বেশিই প্রশস্ত, কেউ চাইলেই এই সুযোগে আন্দোলনের জায়গা বরাদ্দ দিয়ে দিন হিসেবে বেশ টু-পাইস কামিয়ে নিতে পারবে। বর্গফুট হিসেবে জায়গা বরাদ্দ দেয়া হবে, ম্যানেজমেন্ট কমিটি থাকবে দেখভালের জন্য। অনশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও তারাই ব্যবস্থা করবে। এমনটা হলে একসাথে অনেকেই আন্দোলনে নামতে পারবে।
.
আমি ভাবছি, বাংলার আপামর ব্যাচেলর সমাজ এই তীব্রতর শীতেও কেনো এখনও জনপ্রতি একটা করে বউয়ের দাবিতে প্রেসক্লাবের সামনের রাস্তা দখলে নিচ্ছে না? আন্দোলনের এই ভরা মৌসুমে এখনই জায়গা বুকিং না দিলে, এই শীতে আর আন্দোলন করা হইবে কি, আই মিন বউয়ের দাবির বাস্তবায়ন হইবে কি? লেট করলেই কিন্তু দেরী হয়ে যাবে!
.
আবার যারা বিয়ে করে ফেঁসে গেছেন, আই মিন যারা প্রতি রাতে বউয়ের মার খান, কিন্তু লোকলজ্জার ভয়ে মুখ ফুটে বলতে পারেন না, তাঁরাও খোলস ছেড়ে বেরিয়ে এসে প্রেসক্লাবের সামনের রাস্তা দখলে নিয়ে 'আর মেরোনা, মরে যাবো', কিংবা 'বউয়ের মাইর খাব না, খাব না', অথবা 'আর ফিরবো না বাড়ি, বউয়ের সাথে আড়ি' লেখা প্ল্যাকার্ড হাতে অনশনে বসে যেতে পারেন। এইতো সুযোগ!
২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্টে A+।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
আবু তালেব শেখ বলেছেন: ভালো বলেছেন