নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

প্রশংসা-ভিক্ষা করবেন এবং ফলোয়ার বাড়াবেন যেভাবে

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

আপনার প্রশংসা কেউ করছে না, অথচ আপনার কাছের কাউকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে? আপনি পুরস্কার পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ জায়গামতো প্রভাব বা টাকা খাটিয়ে ঠিকই পেয়ে যাচ্ছে? আহারে, এতে কি আপনার খুব জ্বলে-পুড়ে যাচ্ছে? বাদ দিন জ্বলা-পোড়া, হাতে নিন মোবাইল। অত:পর খুলে ফেলুন ফেসবুক, তেলবাজির আসল জায়গা।
.
তারপর যা করবেন:
মানুষ যার প্রশংসা করছে অথবা যে টাকা দিয়ে পুরস্কার কিনেছে, আই মিন যার মাথায় তেল দেয়ার লোকের অভাব নাই, আপনি তাকে ট্যাগ করে সরাসরি আরও বেশি তেল দিন। আপনি তাকে 'দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ', 'সবচেয়ে ভালো গায়ক' কিংবা 'সবচেয়ে অসাধারণ লেখক' এর খেতাব দিয়ে দিন এবং কিছুক্ষণ অপেক্ষায় থাকুন।
.
দেখবেন, চক্ষুলজ্জার খাতিরে তিনি আপনাকে কম করে হলেও 'নিখিল ভারতের একমাত্র স্মার্ট বয়', 'যার লেখা না পড়লে আমিও লেখা খুঁজে পাই না', কিংবা 'যার ছবি না দেখলে আমি রাতে ঘুমাতে পারি না' টাইপের তেল দেবেই। আর আপনাদের দুজনের তেলবাজি দেখে সাধারণ জনতা হা করে তাকিয়ে ভাববে, 'আহা! দুইজন মহামানব অমিত প্রতিভাধর ব্যক্তি আমাদের লিস্টে!' তখন যারা আপনার লিস্টে নেই, তারাও আপনাকে অ্যাড পাঠাবে, আপনার ফলোয়ার বাড়বে।
.
ব্যস, হয়ে গেলো! তেলের বিনিময়ে তেল! যে তেল দেয় না, সে তার ন্যায্য প্রাপ্য প্রশংসাটুকুও পায় না, জেনে রাখুন। ফেসবুককে দোষ দিয়ে লাভ নেই, বাস্তবটাও ঠিক এমন।

লেখা: দেব দুলাল গুহ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

আমি মুরগি বলেছেন: সামু ব্লগে এরমটা ঘটে! আমি অনেক দেখেছি! নাম বলতে চাচ্ছি না।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বেলায় কাজ করেছে?

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনারে তো একদিনও তেল মারা দেখলাম না।একটু ট্রাই করেন দেখি।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

eunknown_rafi বলেছেন: তেলে তেলে তেলাময় এই দুনিয়া।।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.