নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না

০৩ রা মে, ২০১৮ রাত ১:০৫

মেয়েটার 'আত্মহত্যা'র খবর পেলাম এইমাত্র। কোনোদিন দেখি নাই, চিনতাম শুধু ওর বাবাকে। মেয়েটার সাথে এইতো গত পরশুদিন আঙ্গিনার উৎসবে প্রথম দেখা, পরিচয়ও হয়নি। তবে ও সম্ভবত আমাকে চিনতো। আমি একটু দূরে দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা বলছিলাম, আর ও বারবার আমার দিকে তাকাচ্ছিলো। লাল শাড়ি পরা ছিলো, আর চোখজোড়ায় বড় বড় করে কাজল দেয়া ছিলো। এটুকুই মনে আছে শুধু।
.
আমার এলাকার এক ছোটভাইয়ের সাথে সম্পর্ক ছিলো বলে শুনেছি। আমি আরও মজা করে বলতাম, 'আর কাউকে পাইলি না পাগলা!?' ও বলতো, 'দাদা, ভালো লেগে গেছে, কী করবো বলেন?ওই আগে..' আমি বলতাম, 'সেটাই। এসব হঠাৎ হয়ে যায়। কিছুই জেনে বুঝে হয় না।'
.
ওর সুবাদেই ফেসবুকে দেখেছিলাম একবার। উৎসবের সেই শেষদিনই যে শেষ দেখা হবে,বুঝিনি। আজ দু:সংবাদটা শোনার পর থেকে বারবার ওর মায়াকরা চাহনিটা মনের পর্দায় ভেসে উঠছে। কত কিছু করার ছিলো ওর, কত কিছু দেওয়ার ও পাওয়ার ছিলো জীবন থেকে! নিশ্চয়ই অনেক অভিমান আর অনেকটা রাগ নিয়ে অনেক কষ্টে চলে গেলো মেয়েটা। কিন্তু তাই বলে এভাবে চলে যাবে? আত্মহত্যা কি কোনো সমাধান হতে পারে? কী পেলে তুমি এই কাজটা করে? যাহোক, সবই তাঁর ইচ্ছা। ঈশ্বর ওর আত্মার শান্তি বিধান করুন। পরিবারকে আর আপনজনদের এই শোক সইবার শক্তি দিন।
.
জীবনে অনেক না-পাওয়া থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, চলে যেতে ইচ্ছা করবে সবকিছু ছেড়েছুঁড়ে। কিন্তু তাই বলে হতাশ হইও না। বরং আস্থা রাখো নিজের ওপর, ভরসা রাখো স্রষ্টায়। লড়াই চালিয়ে যাও বেঁচে থেকে। তুমি যাওয়ার পরও সবকিছু যেমন আছে তেমনই থাকবে, শুধু তুমি থাকবে না। তুমি তোমার বাবা-মায়ের বুকটা খালি করে যেও না। তাঁরা তো বকাঝকা একটু দিতেই পারেন, সেই অধিকার তাঁদের আছে। আবার একটু পরে কি তাঁরা তোমায় বুকে টেনে নেন না?
.
যা পাওনি তা ভুলে যাও, হয়তো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, সেই দিন পর্যন্ত বেঁচে থাকো। বোকামি করে এমন কিছু করবে না, যার জন্য নিজেও কষ্ট পাও আর কাছের মানুষদেরকেও কষ্টে রেখে যাও। স্রষ্টা আমাদের মঙ্গল করুন। সত্য ও সুন্দরের জয় হোক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ রাত ১:৪৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: আত্নহত্যা কখনোই কোন সমাধান হতে পারেনা।
আসলে কেউ ইচ্ছে করেই আত্নহত্যা করে না। আত্নহত্যার পূর্বে সেই সমস্যাটা (যখন সে সমস্যাটা কাটিয়ে উঠতে না পেরে জীবনের অর্থই আর খুজে পায়না) নিয়ে ভাবতে ভাবতে একটা সময় সে সাইকো হয়ে যায়। আর একটা সময় পরাজয়টাকেই মেনে নেয়।

জীবনের পরাজয়!

২| ০৩ রা মে, ২০১৮ রাত ২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ কারণে সন্তানের সাথে আরো বন্ধুবৎসল হতে হবে অভিভাবকদের...

৩| ০৩ রা মে, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আত্নহত্যা মহাপাপ।

৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: আত্মহত্যা খুবই জঘন্য কাজ।

৫| ০৩ রা মে, ২০১৮ সকাল ১১:১৮

কানিজ রিনা বলেছেন: আসলে ধর্মের ন্যায় নীতি পরিবার থেকে
শিক্ষা কতটা জরুরী সেটা সমাজের বিচ্ছৃংল
পরিবেশ দেখেই বুঝা যায়।
আত্ব্যহত্যা মহা পাপ একথা বিশ্বাস করা ধর্মীয়
অনুভুতির অংশ। আমার এক চাচতো বোন
মায়ের সাথে রাগ করে আত্বহত্যা করল
গলায় দড়ি দিয়ে মাত্র চৌদ্দ বছর বয়সে।
তখন আমি ছোট ছিলাম। ওই বোনটা ছিল
ভিষন সুন্দরী ক্লাস ফাইব পাশ করে চাচা
চাচী আর পড়তে দেয় নাই তো যাইহোক।
দেশের মানুষ কবর দিল চাপা মাটি
দিয়ে। তিনদিন পর শুনা গেল কবর থেকে
লাশ উঠিয়ে ফেলেছে শিয়ালের দল। মসজিদের
ইমাম আবার লাশটা কবর দিয়ে রেখে এল।
আবার কয়দিন পড়ে লাশটা তুলে অঙ্গ প্রত্যঙ্গ
কবরের সারা জায়গায় ছিটিয়ে রাখেছে জেনে
আত্বিয় স্বজন আবার প্রতিটা গলিত অঙ্গ এক
জায়গায় করে কবরে ভারী মাটির চাপ কেটে
চাপা দিয়ে রাখলো তার দুইদিন পর আবার
হাঁড়গোর ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে মানুষ
হতভম্ভ হয়ে পড়ল মসজিদের ইমাম সহ
গ্রামের লোকজন একসাথে হয়ে সেই হাঁরগোর
একজাগায় বেঁধে কবরের এক কোনায় খালি
জায়গায় রেখে দিল। এইভাবেই তিনচার বার
লাশটা নিয়ে আত্বিয় সজন গ্রামের মানুষ
হেনস্তা হয়েছে। গ্রামের প্রতিটি লোকের মুখে
শুনেছি আত্বহত্যা করলে মাটিতে লাশ খায়না।
এর আগে নাকি এমন ঘটনা আমাদের গ্রামের
কবরে আর ঘটে নাই। আমি এর প্রত্যক্ষ সাক্ষী
এখন ধর্মের কথা অবিশ্বাসীরা বিশ্বাস করেনা।
পরিবার গুল ধর্মের ন্যায় নীতি শিক্ষা থেকে
দূরে সরে যাওয়ার জন্য আত্বহত্যা প্রকোপ
বেড়েছে। ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে গল্প
লিখার জন্য।

৬| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কেউ আত্নহত্যা করলে আমার ভীষন খারাপ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.