নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজার আমন্ত্রণ..

০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

-দিনদিন আরও সুন্দর হয়ে যাচ্ছো! ঘটনা কি?
-হিহি! রূপ জ্বালাইছে আমার!
-হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। প্রেমটেম করো, নাকি আমার সাথে করবা?
-হুহ! প্রেম করার বয়স তো সেই ১০ বছর আগেই ফেলে রেখে আসছি!
-আরেহ, প্রেমের আবার বয়স লাগে নাকি? আচ্ছা, বুড়া বুড়িই প্রেম করি চলো!
-সেটা কেমন?
-একটা পান দুজনে মিলে চিবিয়ে চিবিয়ে খাবো। এক কাপ চা দুজনে ভাগ করে সুরুৎ সুরুৎ..
-খুব মুড এ আছো, তাই না? বৃষ্টির দিন বলে কথা!
-হ্যাঁ, বৃষ্টি আসবে একটু পর। ঝুম বৃষ্টি। আকাশ কালো করে এসেছে। ঐ যে দেখো মেঘের গর্জন শোনা যায়!
-হুহ! বাজ পরে হঠাৎ হঠাৎ। প্রেম করতে গিয়ে মরেটরে গেলে তখন?
-কী যে বলো! আমি আছি না? পরুক বাজ, টপ করে গিলে খেয়ে ফেলবো। বলো, ভিজবা একসাথে?
-উফফ! সেই মুড সেই!
-আহা, এত কথা না বলে একটা সিল্কের শাড়ি পরে চলে আসো তো! জলদি করে আসো তাহলে.. আমি কিন্তু রেডি!

[অত:পর অপর প্রান্তের সবুজ বাতি নিভিয়া কালো হইলো। কিন্তু অপেক্ষার পালা আর শেষ হইলো না..]

*একটি কাল্পনিক কথোপকথন

দেব দুলাল গুহ

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: এটা কি অপারেশন থিয়েটারের কথা বলেছেন?

২| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আর একটউ চালাতে পারতেন.............।ভালই তো লাগছিলো।
শুভ কামনা থাকলো।

৩| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আহারে - - -
বর্ষা কি আর েএত অপেক্ষা করে! ;)

কথোপকথনে +++

৪| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মিঠু পারভেজ বলেছেন: আহা :)

৫| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোমান্টিক।

৬| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.