নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

কী কোরবানি দিলেন ভাই?

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

-ভাই, আপনে এইবার গরু না খাসি?
-মানুষ।

-মানে?
-আগেরবারও মানুষ ছিলাম, এইবারও তাই আছি। অন্তত বাইরে থেকে দেখে তাই মনে হয় আর কি। তবে মনুষ্যত্বটা এখনও পুরোপুরি অর্জন করতে পেরেছি কিনা জানি না।

-আরে ভাই, বলছিলাম কি, এবার কী কোরবানি দিলেন?
-অন্যায়ভাবে যারা আমাকে এতোদিন ঠকিয়ে এসেছে, আমি তাদের একটা তালিকা করে রেখেছিলাম। আজ সেই তালিকা ছিঁড়ে ফেলে আমি তাদের প্রতি আমার রাগ ক্ষোভ কোরবানি দেওয়ার চেষ্টা করলাম।

-আহা, সেটা নাহয় করলেন, কিন্তু কি কোরবানি দিলেন?
-কারো প্রতি আজ থেকে কোনো কিছু আশা করা বাদ দিয়ে দিলাম। আজ থেকে শুধু নিষ্কাম কর্ম করবো। বিনিময়ে কারো কাছে কিছু চাইবো না। কেউ মনে রাখুক আর না রাখুক, কেউ উপকৃত হয়ে প্রশংসা না করুক, তাদের কল্যাণে আমার কাজটুকু আমি ঠিকই করে যাবো।

-আপনি তো বড় প্যাচাইলা মানুষ! কোন পশু কুরবানি দিলেন?
-ওহ, এই কথা? আমাদের সবার মনেই একটা করে পশু বাস করে। এই পশুটা আমাদেরকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, আমাদের মনকে কলুষিত করে, মানুষকে জানোয়ার বানিয়ে ফেলে। সেই পশুটাকেই কোরবানি দিয়ে আজ থেকে আমি শুধুই মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে চাই।

-ভাই, আপনি কি পাগল, নাকি?
-এই পৃথিবীতে যারাই প্রতিভাবান, যেই অন্যদের চেয়ে একটু হলেও ভিন্ন চিন্তা করে, দুনিয়াকে ভিন্ন দৃষ্টিতে দেখে, যে অন্যায়ের বিরুদ্ধে একা প্রতিবাদ করে, তাকেই অন্যরা পাগল খেতাব দিয়ে দেয়। এতে আপত্তিকর কিছু নেই। কোটি খানেক অসৎ নীতিহীন পরচর্চাকারী অকেজো সুস্থ মানুষের চেয়ে এমন একটা পাগল অনেক অনেক ভালো।

-বুঝছি, আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ঈদ মোবারক।
-ঠিক বলেছেন। এজন্যই এমন পাগলদের বন্ধু কম, তারা পরচর্চা পরনিন্দা করে সময় কাটায় না, সৃজনশীল প্রোডাক্টিভ চিন্তা করে। মনটাই তাদের কাছে মন্দির-মসজিদ। সেখানেই তারা আরাধনা করে। ঈদ মোবারক।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: উঠ B-))

২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্র তেমনি এক ক্যাচাল সেরে এলাম।
ভাই এত জীবন যা পরে এলাম জেেন এলাম- আপনি এইসব নতুন কথা কইথেকে পাইলেন?
বল্লাম ভাইরে এ নতুন কথা না।
ইব্রাজিম আ: এর কথা।
মুহাম্মদ সা: এর কথা।
আমি নতুন কিছু বলছিনা। প্রচলিত মিথ্যা চর্ছার বাইরে সত্যটুকুই বলেছি।
অনেক কথার পরে মেনে নিল - হুম আসলেই এমনই হওয়া উচিত!
এসেই আপনার লেখায় পেলাম একই আলোচনা :)


ঈদ মোবারক ভায়া।

আপনার আসল কোরবানী কবুল হোক।
:)


৩| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

মৌরি হক দোলা বলেছেন: বাস্তব কথা!

৪| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

অণুজীব বলেছেন: হক কথা।

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ঈদ মোবারক ভাই । :)

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদ মোবারক।
পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: খাঁটি কথা।

১০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: একদম পয়েন্টে কথা বলছেন ,ঈদ মোবারক

১১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক

১২| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.