নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ভারতের কাশ্মীর নিয়ে কিছু বলতে গিয়ে আটকে গেলো পাকিস্তান।
কারণ তাকে জ্বালাচ্ছে বড্ড বেশি বেলুচিস্তান।
সেটা দেখে হাসতে গিয়ে চীন খেয়াল করলো, তিব্বতের হাবভাব সুবিধার না, উইঘুররাও গম্ভীর কেনো যেন!
চীনকে সতর্ক করলো রাশিয়া।
হঠাৎ পেছনে টোকা দিলো কে যেনো! ঘুরে দেখে ক্রিমিয়া!
মনে মনে খুশি হলো ফ্রান্স। কিন্তু একি!
বাস্কের লোকেরা হঠাৎ খেপলো কেনো! এদিকেই আসছে নাকি?
পাশে স্পেন মুচকি হাসতেই সোজা বার্সেলোনা থেকে হাত বাড়িয়ে পিঠে চিমটি কাটলো কাতালানরা!
ঘটনা সুবিধার না দেখে পালাতে গিয়েই স্কটল্যান্ডের ট্যাকলে হোঁচট খেয়ে পড়লো ইংল্যান্ড, সাথে উত্তর আয়ারল্যান্ডও হালকা বসিয়ে দিলো দুঘা!
থামো সবাই, বললো জার্মানি। পেছন থেকে বাভারিয়া বললো, 'তুই থাম'।
এদিকে সার্বিয়া ঘেমেটেমে বসতে গিয়ে দেখে চেয়ার সরিয়ে ফেলেছে কসোভো।
তুরস্ক ওসব ওদের ব্যাপার বলে ঘরে ঢুকতেই দেখে ঘর খালি করে সব নিয়ে পালিয়েছে কুর্দিস্তান!
'বলেছিলাম সাবধান থাকতে', বলতে বলতেই সৌদি আরব খেয়াল করলো পেছন থেকে ইয়েমেনের হালকা কান্নার সাউন্ড আসছে।
এসব দেখে ইসরাইল যেইনা অট্টহাসি দিবে, সাথে সাথে ফিলিস্তিন মুখ বরাবর ছুঁড়ে দিলো হামাস পরিচালিত কফোঁটা থুথু!
টিস্যু পেপারটা বাড়াতে গিয়েই ইতালি খেয়াল করলো মানিব্যাগটা মেরে দিয়েছে সার্ডিনিয়া! পুরো মাসের সম্বল শেষ!
এসব দেখে মরক্কো বললো, 'আমিই শান্তিতে। চিনেনা কেউ।' পেছন থেকে পশ্চিম সাহারা বললো, 'আপনি আমারে চিনেন তো, নাকি?'
গ্রীস বললো, 'ডাকবো নাকি আর্কিমিদিসকে? সব অংক কষে ঠিক করে দিবে!'
সাইপ্রাস বললো, 'আগে আমার পেটে তোমার কয়টা অবৈধ সেনা আছে ক্যালকুলেট করো দেখি?'
এবার ময়দানে নামলো ইরান। কিন্তু নামার আগেই দেখে লাঠিসোটা নিয়ে ওয়েট করছে খুজেস্তান।
বড় বড় দেশের ভীড়ে আজারবাইজান সাইট চাপতেই শুনে আর্টসাখ থেকে আসা আর্মেনিয়ান বড়ভাইরা তাকে র্যাগ দেওয়ার জন্য ডেকেছে গণরুমে!
'এত চেঁচামেচি কিসের?' বলে চেঁচালো ইন্দোনেশিয়া।
'এদিকে আয়, বুঝাই তোকে' বললো জাভা!
ওদিকে মালয়েশিয়া ঢোক গিললো; দেখে সামনে সাভাহ, হাতে চাপাতি।
বাসায় ব্যান্ডেজ নিয়ে ঢুকলো অস্ট্রেলিয়া। বউ বললো, 'নির্ঘাত সেই ইবলিশের বাচ্চা তাসমানিয়ার কাজ, তাইনা?'
চিলিকে ভয়ে ভয়ে টোকা দিলো রাপা নুই,
'ভাইয়া একটা গান শুনাই?'
কানপেতে ব্রাজিল বললো, 'শুনাও দেখি'!
পেছন থেকে কান বরাবর রামচড় কসালো সাও পাওলো!
এদিকে পাতাগোনিয়ার হাতে পড়ে তখন আর্জেন্টিনা দুশো সাতাশ বারের মতো কানেধরে উঠবস দিয়ে ফেলেছে!
মেক্সিকো চুপচাপ মেক্সিকান রাইস উইথ চিকেন উইংস খাচ্ছিলো। হঠাৎ খেয়াল করলো খাবারে তেলাপোকা মিশিয়েছে হতচ্ছাড়া জাপাতিস্তা!
কানাডার ঘুম ভাঙলো, 'এতো শব্দ কিসের?'
কিছু বুঝার আগেই মুখে বালিশচাপা দিলো কুইবেক, 'ঘুমা এবার চিরশান্তিতে'!
সবশেষে মঞ্চে আসলো ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। 'থামুন সবাই... ধীরেসুস্থে সেনা পাঠিয়ে সবকিছুর সল্যুশন হবে।'
হাওয়াই বললো, 'তাই নাকি?'
পুয়ের্তো রিকো মুখ ভ্যাংচালো!
আর টেক্সাস কিছুই বললোনা। শুধু তাকিয়ে রইলো একদৃষ্টিতে।
এসব দেখে অবশেষে হাপাঁতে হাঁপাতে ঘরে ঢুকলো মিয়ানমার। মেইল করলো বাংলাদেশকে সব জানিয়ে। কিন্তু সেন্ড বাটনে ক্লিক করা মাত্রই মাথায় বাড়ি, পেছন ফিরে দেখে মুচকি হাসছে রোহিঙ্গারা, এরপর আর কিছু মনে নেই!
মিয়ানমারের মেইল পেয়ে সব জানার পর বুক দুরুদুরু করে উঠলো বাংলাদেশের।
হঠাৎ খেয়াল করলো, মানচিত্রে চিটাগাং হিল ট্র্যাকসগুলো আজ বেশিই রক্তরাঙা লাগছে!
(Collected & edited)
২| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: পুরু পৃথিবীটা অস্থির। কেউ কাউকে নীতিকথা বলার মতো অবস্থায় নেই!
৩| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভারতের দাদাগিরি বাড়ছে। এটা হয় তো ধ্বংসের আলামত। মোদি ভারত ধ্বংস করে দিয়ে যাবে।
৪| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০১
ভুয়া মফিজ বলেছেন: সবাই যে যার ধান্ধায় আছে!
৫| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২
নতুন বলেছেন: যেমনটা আপনি পোস্ট দিয়ে নিরব হয়ে যান আর কমেন্টার উত্তর দেন না।
৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবাই সবার পিছনেতে
সবার হাতে কাঠি !
৭| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৬
আহমেদ জী এস বলেছেন: ...নিপুণ কথন...
ভালো বিশ্লেষন, আর্কিমিডিসীয় হয়েছে।
নিরব এ কারনে যে প্রত্যেকেই প্রত্যেকের পিছনে এক একটি করে বাঁশ ঢুকিয়ে রেখেছে।
নুতন এর মন্তব্যে
৮| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাশিয়াকে টুকা দিচ্ছে চেচনিয়াও!
৯| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: কাশ্মির আজন্ম দুঃখী। এবার যদি শান্তি ফিরে আসে।
১০| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪
অন্তরা রহমান বলেছেন: কালেক্টেড হওয়ার পরও বলতে বাধ্য হচ্ছি দুর্দান্ত পোস্ট৷ সব একই রকম সমস্যাকে একই সুতায় গাঁথা - কঠিন কাজ অবলীলায় করা হয়েছে এখানে।
১১| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯
আনমোনা বলেছেন: সারা বিশ্বের ঘটনা ঘেটে এক কঠিন প্রশ্নের জবাব খুঁজে গেলাম, পেলামনা।
১২| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯
রোহান খান বলেছেন: আমি ঘটনার বাইরে একটু কথা বলতে চাই। আমার বলা কথাটা হলো আপনার লেখার স্টাইল নিয়ে।
১৯৯৩ সালে পাপ্পুর একটা কমেডি ক্যাসেট এ বলিউড নিয়ে একটা কমেডি স্টাইল ফলো করেছেন আপনি বলেই মনে হয় আমার।
ভুল হলে ক্ষমা পার্থি।
কমেডি টা এমন ছিলো।
"বলিউড এফডিসিতে ঢুকতেই দেখি:_
আমির খান শ্রীদেবীরে উৎট্যা কয় তুই আমার জান।
আবার আরেক দিকে লক্ষ্য করলাম দেখলাম রাবিনা ট্যান্ডেল
হারায় ফ্যালাইছে পায়ের সান্ডেল।
পিছন দিকে দেখি খারায় আছে সন্জয় দ্ত্ত
গিয়ে কইলাম আমি আপনার ভক্ত
আক্ষা একদিকে লক্ষ্য করলাম দেখলাম জুহি চাওলা
হাতে আবার চারটা কমলা
হেই কমলা খাইতে খাইতে রাগে আমার দিকে তাকালো অমিতাভ
বল্লো পাপ্পু তুই রাস্তা মাফ
আমি বললাম আপনিইনি অমিতাভ - তয় জলদি বাবা রাস্তামাফ"
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: