নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল শোভাযাত্রা হবে।

০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২০



মঙ্গলশোভাযাত্রা হয়েছে এবং হবে।
প্রয়োজনে ঐ উকিল সাহেবের কার্টুন বানিয়ে তা নিয়ে বের হবে মঙ্গল শোভাযাত্রা, তবু শোভাযাত্রা বন্ধ করা চলবে না।
বিপুল পরিমাণে জনসমাগম করে ঐ উকিল আর মৌলবাদী ধর্মান্ধদের সমুচিত জবাব দিতে হবে।

পরিচিতি পাওয়ার জন্য এমন অনেকেই উকিল নোটিশ পাঠায় এবং মামলা দেয়। এটা নতুন কিছু নয়। কিন্তু, তাদের কথায় নতিস্বীকার করা যাবে না। আমরা হেরে গেলে হেরে যাবে বাংলা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনা। ঐ উকিলের নোটিশের বিরুদ্ধে তাঁকেই 'হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে রুখে দেওয়ার অপচেষ্টা' করার অপরাধে অভিযুক্ত করে পাল্টা নোটিশ প্রেরণের একজন উকিলও কি এই দেশে নেই?

দেশটা আমরাই চালাবো, আমরাই বাঙালি সংস্কৃতি, ছবি আঁকা, ভাস্কর্য গড়া, গান গাওয়া, অভিনয়সহ সকল সুকুমারবৃত্তি ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিয়ে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে, সম্প্রতি ঢুকে যাওয়া মৌলবাদের বীজদের রুখে দিয়ে আগামীতেও রাখবে।
জয় বাংলা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৬

নিমো বলেছেন: বোমা হামলায়ই কিছু বন্ধ হয় নাই, আরতো এসব উকিল নোটিশ। ব্লগের তালিবানরা একটু লাফালাফি করবে এই যা।

২| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: এটা একটা অসাপ্রদায়িক আনন্দ মিছিল।আনন্দের মাধ্যমে নতুন কিছুকে বরণ করা।আইন করে বন্ধ করতে হলে যে যুক্তিতে এটা বন্ধ হবে সেই একই যুক্তিতে অনেক কিছু বন্ধ হবে।অনেক ধর্মীয় অনুষ্ঠানো বন্ধ হয়ে যাবে।

৩| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বোমা হামলা, সংগবদ্ধ যৌন হামলা, বিদেশী আইএস এর হুমকিতেও বন্ধ করা সম্ভব হয় নি।

৪| ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৫

বিটপি বলেছেন: উকিল নোটিশের সাথে ধর্মান্ধতার লিংক কোথায়? ঐ নোটিশে কি ধর্ম বিষয়ক কিছুর উল্লেখ আছে?

৫| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় একাধিক পোস্ট না করাই ভালো।

৬| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১২

কিরকুট বলেছেন: এই সব ফালতু নিটিস ফটিশ কি আর বাংগালী ডরায়?! যে ব্যাটা এই নটিশ দিয়ে তার কুশপুত্তলিকা শোভাযাত্রার একদম প্রথমে রেখে শোভাযাত্রা শেষে ওই পুত্তলিকায় ছ্যান্ডেল মারা হোক।

৭| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: মঙ্গল শোভাযাত্রা অতি মনোরম একটা দৃশ্য। এটা একটা আনন্দ মিছিল। এই মিছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার। ধর্ম মানুষকে আলাদা করে দেয় কিন্তু এই শোভাযাত্রা সবাইকে একত্রিত করে। আনন্দ করে নতুন বছরকে বরন করা। এরচেয়ে সুন্দর আর কি হতে পারে?
এইসব উকিল নোটিশের ফলাফল শূন্য। এই সমস্ত ফালতু নোটিশে বাঙ্গালী জাতি ডরায় না। যে বদ ও নির্বোধ ব্যাটা এই নোটিশ দিয়েছে শোভাযাত্রা শেষে ঐ ব্যাটার পুত্তলিকায় ছ্যান্ডেল মারা হোক।

৮| ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: জয় মঙ্গল শোভাযাত্রা ।

৯| ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৮

নীল আকাশ বলেছেন: এইসব কিম্ভুতকিমাকার মুর্তি কবে থেকে আমাদের সংস্কৃতির অংশ হয়েছে?
মুর্তি একটা বিশেষ কিছু ধর্ম ছাড়া অন্য কেউ লালন পালন করে না।

১০| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১০

আমি নই বলেছেন: এক দল কয় হবেই, আরেক দল কয় হবেনা। দুই দলই উগ্রপন্থি।

মংগল শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ কখনই ছিলনা, এটা জোর করে চাপিয়ে দেয়া হয়েছে। কেউ মেনে নিয়েছে, কেউ নেয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.