নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপেই এর জবাব তুমি দিও।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৬




মাত্র একটা ম্যাচ খেলিয়ে লিটন দাসকে বসিয়ে রাখা হয়েছিলো। পারিবারিক কারণ দেখিয়ে লিটনের চলে আসাটা তাই অনাকাঙ্ক্ষিত কিছু নয়।

একজন খেলোয়াড়ের জন্য নতুন পরিবেশে নতুন টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ যথেষ্ট নয় নিজেকে মেলে ধরার জন্য। পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য হলেও অন্তত ৩টি ম্যাচ খেলানো উচিত ছিলো তাঁকে।

লিটনের অপমান মানে আমাদের অপমান। এমনটা করে কেকেআরের ম্যানেজমেন্ট টিম কী বার্তা দিলো বুঝলাম না, তবে এতে যে বাংলাদেশে ভারতবিদ্বেষ আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। অনেক বাঘা বাঘা খেলোয়াড়ও যে বসে থাকে আইপিএলের বেঞ্চে, তা এদেশের আবেগি জনতা বুঝবে না।

ব্যাপার না লিটন। তুমি আমাদের সেরা ওপেনার ছিলে, আছো এবং থাকবে। হতাশ হইও না। আসন্ন বিশ্বকাপেই ভারতের মাটিতে তুমি নিজেকে প্রমাণ করে দিও।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আইপিএল-এ অন্য কোনো দেশের বাঘা বাঘা প্লেয়ারের বসিয়ে রাখার রেকর্ড বিরল, শুধু বাংলাদেশের প্লেয়ারদেরকেই বসিয়ে রাখে। এটা আবেগী কথা না, ফ্যাক্ট। শাকিব, মুস্তাফিজকে খুব কম ম্যাচই খেলানো হয়েছে। লিটন বাংলাদেশের অল টাইম সেরা ওপেনারদের একজন, ব্যাটিং রেকর্ডসহ, র‍্যাঙ্কিঙে/রেটিঙেও ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান লিটন। ওর মতো প্লেয়ারকে বসিয়ে রাখা ভিন্ন অর্থ বহন করে।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০০

ডার্ক ম্যান বলেছেন: ২০০৭ সালে বিশ্বকাপে হারার পর থেকে ভারত আমাদের অনেক সমীহ করে।
আইপিলে খেললে হয়তো টি-টোয়েন্টি এর জন্য ভালো হত। এর বেশি কিছু না

৩| ০১ লা মে, ২০২৩ ভোর ৪:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ধীরে ধীরে খেলাধুলার প্রতি আর এর সাথে সর্ম্পকিত মানুষগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি।

৪| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা নিয়ে এখন আর আগ্রহ পা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.