নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

মহামান্যকে অসম্মান করবেন না।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫২

একজন রাষ্ট্রপতি, তিনি যে দলেরই হোন, তাঁকে মহামান্য বলতে হয়। তিনিই রাষ্ট্র। তাঁকে তুই-তুকারি করা, পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও করে প্রবেশের হুমকি দেওয়া, অসম্মান করা মানে রাষ্ট্রকেই অসম্মান করা। গোটা বিশ্ব দেখছে। আমেরিকা দেখছে, পাকিস্তান-চীন এবং ভারত দেখছে।

রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কার কাছে? স্পিকার নাই, সংসদ নাই। তিনিও কি পালিয়ে যাবেন? তারপর সবকিছুই কি "মব জাস্টিস" বলে জায়েজ করে নেওয়া যাবে? সেনাপ্রধানও দেশের বাইরে। মহামান্যর কিছু হলে তিনি কি ওখানে চুপ করে বসে থাকবেন? ভারত কি চুপ করে বসে থাকবে? আমেরিকা কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত। সেখানে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, গদিতে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা আটকাবেন হিলারী, নাকি বাংলাদেশের দিকে আবার নজর দিবেন?

এই মুহূর্তে এইসব ঘেরাও, দাবি, আন্দোলনের চেয়ে বেশি জরুরি দেশে একটা নিরপেক্ষ সংস্কার শেষে সুষ্ঠু-সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। তারও আগে দরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন-পুলিশকে গতিশীল করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। অর্থনৈতিক অবস্থার দিকেও নজর দেওয়া দরকার। অটোপাশ প্রজন্মের দাবিতেই যদি সব হয়, তাহলে সিনিয়রদের কারোরই আর কোনো পদে থাকার দরকার আছে কি?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সঠিক ভাবনা।
সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.