![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
না ভাই, আর মনে হয় রক্ষা নাই। গার্মেন্টস শিল্প মনে হয় এবার ধ্বংসের মুখে। গার্মেন্টস শিল্প ধ্বংস মানে বুঝেন? এর মানে দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে যে ক্ষেত্র থেকে, সেটা শেষ হয়ে যাওয়া, সেই অর্থ আসা বন্ধ হয়ে যাওয়া। শ্রমিকরা বিদেশের বাজারে শ্রম দিয়ে যা দেশে পাঠায়, সেই রেমিট্যান্স এই গার্মেন্টসের আয়ের তুলনায় সামান্যই।
বাংলাদেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৭% ট্যারিফ আরোপ করেছেন। অর্থাৎ এখন থেকে আমেরিকার বাজারে কিছু বেঁচতে হলেই ৩৭% শুল্ক দিতে হবে। যেখানে ভারতকে দিতে হবে ২৬%, ইউরোপীয় ইউনিয়নকে ২০%, এমনকি প্রতিদ্বন্দ্বী দেশ চীনকেও দিতে হবে বাংলাদেশের চেয়ে ৩% কম! এত টাকা দিয়ে আমেরিকায় পোশাক বেঁচতে হলে নি:সন্দেহে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এমনিতেই ঈদের আগে পোশাক শ্রমিকদের অনেকে বেতন-ভাতা পাননি অনেক আন্দোলন করেও!
এই ট্যারিফ যেকোনো মূল্যে প্রত্যাহার করাতে হবে, নাহলে আমাদের গার্মেন্টস শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক শ্রমিক না খেয়ে মরবে, অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকবে আরও। এর ধারাবাহিকতায় আরও বড় বড় স্যাংশান এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এইসব কারণে অচিরেই দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়বে হুহু করে।
আমরা জানি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি শান্তিতে একজন নোবেল বিজয়ী। বিশ্বব্যাপী তাঁর চেয়ে বেশি পরিচিত ও প্রভাবশালী বাংলাদেশী এই মুহূর্তে আর আছে কিনা জানা নেই। তাই, এখন সময় এসেছে তাঁর মাঠের ম্যাজিক দেখানোর। এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দেশটা রসাতলে যাবে। নিজেরাই খেতে না পারলে রোহিঙ্গাদের খাওয়াব কি? তখন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সাথে তারাও পেটের দায়ে অপকর্মে যোগ দিলে আমাদের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে।
আশা করি প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যার তাঁর আন্তর্জাতিক পরিচয় ও লবিং কাজে লাগিয়ে আমাদের দেশকে এই আসন্ন দুর্যোগ থেকে উদ্ধার করবেন। কেননা তিনি আমাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং তিনিই এখন আমাদের সরকারপ্রধান। তাঁর হাতেই আমাদের ভাগ্য নির্ধারিত। স্যারের জন্য আন্তরিক শুভকামনা রইলো।
যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যর সমালোচনা করা, বাংলাদেশে 'ইসলামী জঙ্গীবাদের উত্থান' নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, এক চীন নীতির প্রতি সমর্থন ইত্যাদি ট্রাম্পের রাগ বাড়িয়েছে বলেই আপাতদৃষ্টে মনে হচ্ছে। উক্ত বিষয়গুলোর ফলে এই ট্যারিফ বৃদ্ধিসহ বাংলাদেশের ইমেজ ডাউন করেছে। ফলে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ অনেক কমে যাবে আর রপ্তানিও কমে যাবে। আসলেই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। বলেছিলাম না স্যাংশান আসবে? আরও দেখতে থাকুন।
https://samakal.com/bangladesh/article/288335
আমরা জানি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি শান্তিতে একজন নোবেল বিজয়ী। বিশ্বব্যাপী তাঁর চেয়ে বেশি পরিচিত ও প্রভাবশালী বাংলাদেশী এই মুহূর্তে আর আছে কিনা জানা নেই। তাই, এখন সময় এসেছে তাঁর মাঠের ম্যাজিক দেখানোর। এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দেশটা রসাতলে যাবে। নিজেরাই খেতে না পারলে রোহিঙ্গাদের খাওয়াব কি? তখন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সাথে তারাও পেটের দায়ে অপকর্মে যোগ দিলে আমাদের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে। দেব দুলাল গুহ।
আশা করি প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যার তাঁর আন্তর্জাতিক পরিচয় ও লবিং কাজে লাগিয়ে আমাদের দেশকে এই আসন্ন দুর্যোগ থেকে উদ্ধার করবেন। কেননা তিনি আমাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং তিনিই এখন আমাদের সরকারপ্রধান। তাঁর হাতেই আমাদের ভাগ্য নির্ধারিত। স্যারের জন্য আন্তরিক শুভকামনা রইলো।
https://samakal.com/bangladesh/article/288335
২| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪৫
কথামৃত বলেছেন: যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ৭-৮ বিলিয়ন ডলারের বানিজ্য আছে
৩| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৮
জ্যাক স্মিথ বলেছেন: এত প্যানিকড হওয়ার প্রয়োজন নেই, ৩৭ পার্সেন্ট দাম বাড়িয়ে দিলেই হয়ে গেলো। আমেরিকা ট্যারিফ বাসাবে আর আমরা দাম বাড়িয়ে দিবো, ফলাফল আমেরিকানদের ভোগান্তি।
৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৯
নতুন বলেছেন: যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যর সমালোচনা করা, বাংলাদেশে 'ইসলামী জঙ্গীবাদের উত্থান' নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, এক চীন নীতির প্রতি সমর্থন ইত্যাদি ট্রাম্পের রাগ বাড়িয়েছে বলেই আপাতদৃষ্টে মনে হচ্ছে। উক্ত বিষয়গুলোর ফলে এই ট্যারিফ বৃদ্ধিসহ বাংলাদেশের ইমেজ ডাউন করেছে। ফলে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ অনেক কমে যাবে আর রপ্তানিও কমে যাবে। আসলেই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। বলেছিলাম না স্যাংশান আসবে? আরও দেখতে থাকুন।
বাংলাদেশের উপরে ৩৭% শুল্ক দিয়েছে বলে স্যার আপনি মজা নিচ্ছেন?
ভারতের মোদী জী তো ট্রাম্পের বন্ধু মানুষ। তাকে কেন ২৬% ট্যারিফ দিলেন?
তারা তো ইসলামী জঙ্গী পালন করছেনা এবং তুলসী তো তাদের নিজেদের লোক।
৫| ০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৭
আঁধারের যুবরাজ বলেছেন: আপনারতো খুশি লাগছে মনে হয় !
৬| ০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৮
রিফাত হোসেন বলেছেন: পোস্ট করার আগে আরেকটু বিশ্লেষণ করলে ভাল হত। প্রয়োগটি অন্য দেশ থেকে হচ্ছে। কেন হচ্ছে তা বুঝতে হবে। আপনার দৃষ্টিকোন বাংলাদেশের। একপক্ষীয় চিন্তা করলে হবে না।
তাদের দেশের জন্য আমদানি- রপ্তানির মাঝে বিশাল ফারাক আছে আমাদের সাথে। তারা সে বিবেচনায় এগিয়েছে।
আমাদের উচিত মূল কাপড় শিল্প থেকে সরে এসে রপ্তানিখাতকে বহুমাত্রিক করা। একটার উপর লীগ দীর্ঘদিন বহু অর্থায়ন করেছে, সুবিধা দিয়েছে। তুলনার বাকি sector গুলোতে সেভাবে এগিয়ে যেতে সাহায্য করেনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৫ ভোর ৬:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: সংবাদটা আমার চোখেও পড়েছে, তবে এটা নিয়ে আপনি যতটা চিন্তিত হচ্ছেন ততটা চিন্তিত হওয়ার মতো বিষয় এটি বলে আমার মনে হয় না, পুরো বিষয়টি আরো গভীরভাবে চিন্তা করার প্রয়োজন রয়েছে। আর আপনার লিখা থেকেও বোঝা যাচ্ছে ট্যারিফ সম্পর্কে আপনার ধারনা ততটা পরিষ্কার নয়। বিষয়গুলো নিয়ে শীঘ্রই এটা লিখা পোস্ট করার চেষ্টা করছি। ধন্যবাদ।