![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আর কোনো বড় যুদ্ধে জড়ায়নি ভারত। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া যুদ্ধে জড়ালেও চীন আর ভারত যুদ্ধে না জড়িয়ে তড়তড় করে অর্থনৈতিক, সামরিকসহ সবদিক দিয়ে এগিয়ে গেছে। ১৪০ কোটি মানুষের ২৮০ কোটি হাত ভারতকে বিশ্বের চতুর্থ সামরিক পরাশক্তি করে তুলেছে। বিশ্বের অনেক মোড়লই তাই চাচ্ছে জঙ্গীবাদ নির্মূলের নামে ভারতকে একটা বড় যুদ্ধে জড়িয়ে দিতে, যাতে এতোদিনের অর্জনগুলো শেষ হয়ে যায়, ভারত দুর্বল হয়ে পড়ে।
কিন্তু তারা হয়তো ভুলে গেছে, ভারতের মেধাই এখন বিশ্ব চালায়। বড় প্রায় সব প্রতিষ্ঠানের সিইও ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূতরা বিশ্বব্যাপী রাজনীতিতেও ভালো অবস্থানে। তারা এতটা বোকা নয় যে বিশ্বব্যাপী ও নিজের ঘরে লুকিয়ে থাকা এই ডিপস্টেটের চক্রান্ত ধরতে পারবে না। তাই তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আগে বিভিন্নভাবে পাকিস্তানকে একঘরে করছে।
তারা এমন বুদ্ধি করেছে যাতে পাকিস্তানকে ভাত ও পানিতে মারা যায়। সেই চিন্তা থেকেই প্রথম পদক্ষেপ সিন্ধু নদীর পানিবন্টন চুক্তি থেকে সরে আসা। এই একটা নদীর শাখার মাধ্যমে ভারত পাকিস্তানে পানি না দিলে পাকিস্তানের ৯০% কৃষিজমি মরুভূমিতে পরিণত হবে। খাবে কি? সরাসরি যুদ্ধ না করেও পাকিস্তানকে কাবু করার এমন আরও অনেক উপায় আছে। তারপরেও যদি একান্তই সরাসরি যুদ্ধ করতেই হয়, সেজন্যও তারা প্রস্তুত আছে। একাত্তরের মতো শুধু সাগরপথে পাকিস্তানকে দুনিয়া থেকে আইসোলেটেড করে ফেললেই ১৫-২০ দিনের মধ্যে তাদের তেলের মজুদ ফুরিয়ে যাবে, ফলে সারেন্ডার করতে বাধ্য হবে তারা।
পারমাণবিক বোমার কথা ভাবছেন? পাশাপাশি দুটি দেশ কখনই একে অন্যের উপর পারমাণবিক বোমা ব্যবহার করবে না। কারণ তাদের ভূমি একে অন্যের সাথে যুক্ত। বোমা মারলে তার কিছু অংশ নিজের দেশেও পড়বে। তারপরেও যদি এই পর্যন্ত পাকিস্তান যায়, ওরা একটা মারলে ভারত ১০টা মারতে প্রস্তুত। কিন্তু আশপাশের আমাদের মতো দেশগুলো এমনকি প্রতিবেশী চীনও এই কাজ করতে দেবে না, আগেই পাকিস্তানকে থামিয়ে দেবে। দেব দুলাল গুহ।
২| ২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩
সামছুল আলম কচি বলেছেন: হা: হা: হা: হা: হা: হা: হা: হ...!!
৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৫
পবন সরকার বলেছেন: ভারত পাকিস্তানের সাথে মাথা খাটিয়ে গুতাগুতি করে করুক কিন্তু ভারতীয় মুসলমাদের কেন নিধন করা হচ্ছে। পাকিস্তান তখনই পরমানু অস্ত্র ব্যাবহার করবে যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে।
৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪১
রানার ব্লগ বলেছেন: লাগে না কেন? লাগুক আমরাও দেখি কে পারে। হুদাই হাউকাউ।
৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০
মেঠোপথ২৩ বলেছেন: একটা যুদ্ধ বাধানোর জন্য আপনি দেখছি বড় বেশি উতলা হয়ে পড়েছেন!!
৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
কাঁউটাল বলেছেন: গত ৫ বছরের মধ্যে আফগান এবং বাংলায় উপর্যুপরি পোংগা খাওয়া, শিখ ইস্যুতে "র" ব্লাক লিষ্টেড হওয়া, সেভেন সিস্টার হাত ছাড়া হওয়ার ভয়ভ (কুকি চিন, বার্মা এ্যক্ট গ্রেইট গেম), আমেরিকার কাছে ইউনুসের নামে বিচার না পাওয়া। সব মিলিয়ে মুদি সরকার এখন রাগে অন্ধ হয়ে ওয়াকফ আইনের নামে নিজ দেশের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পাশাপাশি ফলস ফ্লাগ অজুহাত তুলে পাকিস্তানের পানি আটকে নিজেদের বীরত্ব জাহির করতে চাইছে। এইখানেও ইনশাআল্লাহ সফল হতে পারবে না।
ইতিহাস কখনো জালেমদের পক্ষে লেখা হয় না।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
কাঁউটাল বলেছেন: ভঁড়তের দালালরা আপনার এই লেখা পড়ে খুশি হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০২
নতুন বলেছেন: তারা এমন বুদ্ধি করেছে যাতে পাকিস্তানকে ভাত ও পানিতে মারা যায়। সেই চিন্তা থেকেই প্রথম পদক্ষেপ সিন্ধু নদীর পানিবন্টন চুক্তি থেকে সরে আসা। এই একটা নদীর শাখার মাধ্যমে ভারত পাকিস্তানে পানি না দিলে পাকিস্তানের ৯০% কৃষিজমি মরুভূমিতে পরিণত হবে। খাবে কি? সরাসরি যুদ্ধ না করেও পাকিস্তানকে কাবু করার এমন আরও অনেক উপায় আছে। তারপরেও যদি একান্তই সরাসরি যুদ্ধ করতেই হয়, সেজন্যও তারা প্রস্তুত আছে। একাত্তরের মতো শুধু সাগরপথে পাকিস্তানকে দুনিয়া থেকে আইসোলেটেড করে ফেললেই ১৫-২০ দিনের মধ্যে তাদের তেলের মজুদ ফুরিয়ে যাবে, ফলে সারেন্ডার করতে বাধ্য হবে তারা।
স্যার আপনি তো জিনিয়াস।
কিছু সন্ত্রাসী ঝামেলা বাড়ানোর জন্য মানুষ হত্যা করলো। এটা যে পাকিস্তানই করেছে সেটার প্রমান আপনার কাছে নাই।
পাকিস্তানের জনগন এই হামলা সব সম্মতি কর্মে করেছে যে জনগনের পানি বন্ধ করতে হবে।
সন্ত্রাসীরা মানুষ হত্যা করেছে তাদের সাজা দিতে হবে।
কিন্তু রাজনিতিকদের কাজের জন্য সাধারন জনগনের উপরে আপনি জনগন হয়ে এমন কাজের বুদ্ধি কভাবে করতে পারেন?
আরেকটা জিনিস স্যার। আপনার প্রতিবেশি আপনার বাড়ীর সামনে ইট বালি রেখে পথ ব্লক করলে আপনার সমস্যা। আর আপনি কিভিবে ভারতকে একটা দেশের জনগনের জন্য পানি বন্ধ করতে বুদ্ধি দিতে পারেন?