![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ভারত যুদ্ধাবস্থায় চলে গেছে। কেন্দ্রীয় সরকার থেকে সাধারণ জনতার উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথাও আর্মি বা নেভির সমরাস্ত্র সজ্জিত কোনো মুভমেন্ট দেখলে তা সোশাল মিডিয়ায় পোস্ট না করতে বা লাইভ না করতে। এতে শত্রুরা তাদের গতিবিধির খবর পেয়ে যায়৷
যেকোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে ভারত। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও সংঘবদ্ধ কোনো দেশবিরোধী চক্রান্ত বা মিটিং চোখে পড়লে সে বিষয়েও কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে স্টেট-৩ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। এর অর্থ হচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিরুৎসাহিত করা হয়েছে, দ্বিতীয়বার ভাবতে বলা হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে ভ্রমণের ক্ষেত্রে স্টেট-৪ লেভেলের সতর্কতা অর্থাৎ 'যাওয়া নিষেধ' জারি আছে। বলা হয়েছে, গণভবন ও থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র কয়েক হাত ঘুরে খুব অল্প দামে জ*ঙ্গীদের হাতে চলে গিয়ে থাকতে পারে। ফলে বড় সমাবেশগুলোতে সংঘবদ্ধ হামলার সম্ভাবনা তৈরি হয়েছে৷
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭
নাহল তরকারি বলেছেন: মুসলিম ও হিন্দু পরিচয় এর কারনে এখানে যুদ্ধ হচ্ছে।
৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৯
যামিনী সুধা বলেছেন:
আপনার পাগলামী দেখে মনে হয় যে, আপনি সরকারী বেতনে দুনিয়ার অকাজ করে বেড়ান।
৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২০
যামিনী সুধা বলেছেন:
আপনার হেলমেট না'থাকলে ১টা হেলমেট কিনেন ও বাড়ীতে ১টা বাংকার বানান।
৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: যুদ্ধ লাগার সম্ভাবনা কম।তবে ছোটখাট সংঘর্ষ হতে পারে।পাকিস্তান যুদ্ধে যাবার অবস্থানে নেই।তার এফ১৬ যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিতে না পারে কি নিয়ে যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে।
৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫১
মেঠোপথ২৩ বলেছেন: ফেসবুকে আপনার নামে সার্চ দিয়া যা দেখলাম -
Satyajit Mukherjee
দেব দুলাল গুহ পিতা- মাতার একমাত্র সন্তান। ছোট সময় তার পিতা কে হাড়ায়। অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করেছে।
সরকারী কলেজে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন ।
মানসিক অসুস্থতার জন্য ৩/৪ মাসে প্রায় ৪ টি পোস্টিং হয়েছে ।
লালমনিরহাট কি করেছে? বা তা সত্য কতটুকু তা জানি না।
সে আমার ফেসবুক বন্ধু ও না।
আমার এক বন্ধুর কাকার ছেলে।
তবে আমি এবং দেব দুলাল গুহ এক পাড়াতে প্রায় ১৪ বছর বসবাস করেছি। বাড়ীর দুরত্ব ২০০ ফুট হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে জগন্নাথ হলের তৎকালীন সভাপতি
কে অনুরোধ করে তাকে ছাত্রলীগের সিটে উঠিয়ে ছিলাম।
কিন্তু ছাত্রলীগের কোন মিছিল মিটিং এ সে যেত না বলে পরে সে সিট হতে নামিয়ে সাধারণ সিটে দেওয়া নিয়ে ও তার ক্ষোভ ছিল। সে ছিট ছাড়বে না। অন্য রুমে যাবে না।
সেই বিষয় নিয়ে সে তৎকালীন মন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই বলে আমার উপর মাঝে মধ্যই ক্ষোভ ঝাড়ত। যার কারনে আমি ফেসবুক থেকে আনফ্রেন্ড করে ব্লক করে রেখেছিলাম।
আজও তাই আছে।
আমি তার জেঠাতো ভাই আমার বন্ধু কে তার চিকিৎসার জন্য ও বলেছিলাম।
অকারণে মানুষ্র পিছনে লাগত। বাদী- আসামী হয়ে একাধীক মামলা ও আছে।
কিন্তু আজ বড় বিপদে পড়ল। সত্যি বলতে ও ১০০% মানসিক ভাবে সুস্থ না।
এবং সাথে সাথে এও বলি ও কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না।
তার বয়স এবং মানসিক বয়সের মধ্যে পার্থক্য রয়েছে।
তার মুক্তি কামনা করি।
( ফেসবুক থেকে সংগৃহীত )
বাংলাদেশের সরকারি কলেজের অধ্যাপক হিসাবে যে ধরনের পোস্ট করেন তাতে আমারো আগেই মনে হয়েছিল বিষয়টা। আপনি একজন ভাল সাইক্রিয়াটিস্ট দেখান।
৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১১
কাঁউটাল বলেছেন: @মেঠোপথ২৩ , বেচারা ব্লগে একধরণের বৈচিত্র আনছে, লেখতে দেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে টানার দরকার কি?
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০০
সৈয়দ কুতুব বলেছেন: স্কা্শ্মীর ইস্যু নিয়ে ভারতের নেক্সট মুভির জন্য ডাইরেক্টর খোজা হচ্ছে। নায়ক-নায়িকা হিসাবে আমির হামজা এবং রাশমিকা মান্দানার নাম শোনা যাচ্ছে। একজন ভালো ডাইরেক্টর হলেই কাজ শুরু হবে। সামু থেকে আপনার নাম প্রস্তাব করতে চাই। রাজি আছেন?