নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

২-৪ দিনের মধ্যেই কি তবে ভারত-পাকিস্তান যুদ্ধ?

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৩৫


নরেন্দ্র মোদি আজ গুরুত্বপূর্ণ এক মিটিং শেষে তাঁর দেশের সশস্ত্র বাহিনীকে আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। অর্থাৎ, ভারতের সকল বাহিনী মিলেই ঠিক করবে কখন কীভাবে কোন পদ্ধতিতে POK বা পাকিস্তানের উপর হামলা করা হবে। এতে কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সকল বাহিনীর প্রধানগণসহ সভার অন্য মেম্বারগণ।

এরপর এটা স্পষ্ট যে যেকোনো সময় ভারত বড় পরিসরে কাশ্মীরের জঙ্গী হামলার বদলা নেবে। কখন নেয় সেটাই এখন দেখার বিষয়। হতে পারে আজই গভীর রাতে, আবার হতে পারে আগামীকাল ভোরে। হবে যে, এটা নিশ্চিত।

পাকিস্তানের মন্ত্রীরা পেহেলগাম অ্যাটাকের পর থেকেই বলে আসছে ভারত বড় পরিসরে হামলা করবে। এমন কিছু হলে তারা পারমাণবিক বোমা হামলা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে এক টকশোতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আশংকা প্রকাশ করে বলেছেন, ২-৪ দিনের মধ্যেই ভারত হামলা করতে যাচ্ছে।

নি:সন্দেহে পাকিস্তানের মানুষ আতংকে রাত কাটাচ্ছে। ঘুম হচ্ছে কিনা সন্দেহ। আতংক সাধারণ ভারতীয়দের মাঝেও কমবেশি থাকার কথা। তবে সবচেয়ে বেশি আতংকিত থাকার কথা POK এর অধিবাসীদের। তারা জানে, ভারত তার নাগরিকদের রক্তের বদলা শীঘ্রই নেবে।

এই অবস্থায়, ভারত জরুরি ভিত্তিতে ফ্রান্সের কাছে তাদের থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধবিমানের সোর্স কোড চেয়েছে। এতে সহজেই ধারণা করা যাচ্ছে, ভারত যা করবে তা আগে আকাশপথেই করবে। বর্ডারে ঠুসঠাস গুলি বিনিময়ের চেয়েও অনেক দূর যাচ্ছে এই বদলা।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:০০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরামর্শ কাজে লাগিয়ে ভারত সফল হোক সে কামনা করি!

২| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:০৩

যামিনী সুধা বলেছেন:



মোদী আক্রমণের দায়িত্ব আপনাকে দিয়েছে শুনলাম। ম্যাপ ট্যাপ বুঝেন তো, শেষে চীন আক্রমণ করে বসিয়েন না!

৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:০৮

যামিনী সুধা বলেছেন:



মনে হচ্ছে, ভারত বিমান আক্রমণ চালাবে; আপনি একটা হেলমেট কিনে নিয়েছেন।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:০১

আমি নই বলেছেন: মিটিংয়ে আপনি ছিলেন না?

তা সিনেমাটা কি নেটফ্লিক্স এ আসবে না হলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.