![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বলুন-সত্যের উপর প্রতিষ্ঠিত হোন, নিজে বাঁচুন, দেশ ও জাতিকে বাঁচান ।।
ভালো বাসি সখী ভালোবাসি তোরে...., দোহাই লাগে, এ জনমে ভিখারী করিসনা মোরে...
কতবার ভেবেছি আমার বাজেট ভুলিয়া
তোমারও পরনে দিব কাতান তুলিয়া,
চরনে খড়ম দেব তার মূল্য বাঁরশো আসি
কি করে বলিব আমি সখী,তোমারে কত ভালবাসি .
দুর্মুল্যের এই বাজারে মম গলে গলে ফাসি
কেমনে তোমারে কব আমি কতটা ভালবাসি
প্রিয়সি কে প্রকৃতির রূপে সাজিয়ে দেবো। শুধু ভালবাসার আর প্রকৃতির উপহার, তাই আমার যা সম্বল, তা দিয়েই তাকে ভালবাসার, আহ্বান করিব।
সখী মোরে কয়,
শুধু ভালবাসিও, যা আছি ভাল আছি। চাই না দামি দামি উপহার, চাই শুধু ভালবাসা তোমার। একটু যদি আহার থাকে, ঘর থাকে তাহলে সেটাই দুজন ভাগ করে নিবো। এটাই কি বেশি নয়? আরও কিছু চাইব নাকি তোমার কাছে???
তুমি মোটেও ক্ষুদ্র নও। ভালবাসার এক মহাসিন্ধু। গর্ব হবে আমার, যে হয়েছি তোমার বন্ধু একবার।
আমি ফোটা ফোটা বিন্দু বিন্দু করে দিয়েছি ভালবাসা, এসো দুজনে মিলে... এভাবেই গড়ি ভালবাসার মহাসিন্ধু। একজনাই কি আর হয়? সবাই ভালবাসতে পারে বলেই পৃথিবীটা নির্মল হয়,অনেক অসুন্দরের মাঝেও সুন্দর হয়।
হয়ত বন্ধু আমি ছিলাম না । বা আছি, থাকব।
একদিন তোমার কথা শুনেই আমি পটে গেছিলাম, সত্যি স্বপ্নের দেশে নিয়ে গেছো আমাকে। কি অসাধারন কত সন্দুর তোমার ঐ স্বপ্নের ভুবন। একদম যেন তোমার আর আমার জন্যই বানানো। তাই না? অথচ কখনও বলা হয়ে ওঠে নি কতটা ভালবাসি তোমাকে।
দাও না সখী - তোমার ঐ হাত দুটো,
আজ বলি ভালোবাসি ভালোবাসি।
সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাশি
ভালোবাসি ভালোবাসি।
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৫
সালমান খান বলেছেন: ও বুজছি আপনার ভালা লাগেনাই,
২| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৩
পানকৌড়ি বলেছেন: ভালোবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী,তাই তো তুমি হও আমার নানী ।
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৭
সালমান খান বলেছেন: ও মোর খোদা,আপনার নানিই তো নাই,মুই আবার নানা হইলাম কবে,,
৩| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৪
মুন্না_৯৭ বলেছেন:
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮
সালমান খান বলেছেন: কিছুইতো বুচবার পারিনাই আপনে হাসেন না কান্দের,আবার টিপও মারতেছেন,,
৪| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৬
ডিসকো বান্দর বলেছেন: ছ্যাঁক তো মিয়া কম খাওনি , আরো কি খাওনের স্বাদ জাগছে ?
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪১
সালমান খান বলেছেন: খাইছে দেহ দিহি মোর জালা কয় কি ,আপনেরে দেখলেই আমার ভয় লাগে,
সালমান খাঁনের ইজ্জতটা মাইরা দেলেন,,
৫| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৮
হোদল রাজা বলেছেন: হেঃ হেঃ ...
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪১
সালমান খান বলেছেন: আপনের আবার কি হইলো,
৬| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ডিসকো বান্দর বলেছেন: ছ্যাঁক তো মিয়া কম খাওনি , আরো কি খাওনের স্বাদ জাগছে ?
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪২
সালমান খান বলেছেন: ছ্যাকার অভাব নাই,তাই খালি খাই,,
৭| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৪
সালমান খান বলেছেন: ওরে আল্লা আপনে এইডা কি দেখাইলেন,,
৮| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: বাহ বাহ !
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৫
সালমান খান বলেছেন: জিব্বা বাইরাইছে ক্যান ঝাঁল লাগছে নাকি,,ঝাল লাগলে পেয়াজ মুখে দেন তারাতারি,,
৯| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮
ডিসকো বান্দর বলেছেন: মনসুর ছাহেব, দাঁত পইড়া গেলে কিন্ত মুই দায়ী না
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৮
সালমান খান বলেছেন: মুইও কিন্তু দায়ী না,,কইলাম,
১০| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০২
মিজান আনোয়ার বলেছেন: সালমান ভাই মনে হইতাছে যেন প্রেম সাগরে হাবু ডূবু খাচ্ছে।
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৯
সালমান খান বলেছেন: যে জন প্রেমের ভাব জানেনা,
তার সাথে নাই লেনাদেনা,,
ভাইজান ,,
প্রেমের সাগরে যদি, না আসে ঝড়,
প্রেমের কথা শুনলে,আমার লাগে ডর,
১১| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৮
মঈনউদ্দিন বলেছেন:
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৫:২২
সালমান খান বলেছেন:
ভালবাসি আমি ভালবাসি,
এই ছোট্ট কথাটা জানি
কারে আমি বলিয়াছি,,,
১২| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:১০
রাজসোহান বলেছেন: ঝাক্কাস +
১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৯
সালমান খান বলেছেন: আরে আপনের জহন ঝাক্কাস লাগসে তাইলে আর কি,
তয় আপনে হাসতেছেন ক্যান,,
১৩| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:১৮
সাকিরা জাননাত বলেছেন: সুন্দর।
১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:০২
সালমান খান বলেছেন: সুন্দরের জন্য আপনাকেও একটা সুন্দর ধন্যবাদ,,
১৪| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১০:০৭
শূণ্য উপত্যকা বলেছেন: আরে এইটা কে? নায়ক দেখি!
১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৬
সালমান খান বলেছেন: হ নায়ক সোলেমান খাঁন,,,
১৫| ২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৬
নানু বলেছেন: সালমান খানের প্রেমের অভাব আছে নাকি,,হি হি হি ,,,
২১ শে জুলাই, ২০১০ রাত ১:৩৬
সালমান খান বলেছেন: ওরে নানু আপনেরে অনেক দিন পরে দেখলাম,তয় সালমান খানের প্রেমের অভাব কি নাই বুজবার পারি না মনডা খালি শুন্য শুন্য লাগে,,
১৬| ২১ শে জুলাই, ২০১০ রাত ১২:০৬
কাওছার৯৯ বলেছেন: চমেৎকার অনুভাব,,,
২১ শে জুলাই, ২০১০ রাত ১:৩৬
সালমান খান বলেছেন: ধন্যবাদ
১৭| ২১ শে জুলাই, ২০১০ রাত ১২:০৯
সুমন সিকদার বলেছেন: ভালবাসা মোরেও ভিখারী বানাইছে,,,
২১ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮
সালমান খান বলেছেন: কন কি আপনেও প্রেমের ভিখারী হইয়া আছেন, আসেন গলা ধইরা কান্দি,,
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: