| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুয়েটে চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ।বাক্তিগতভাবে আমি মেকানিক্যাল ডিজাইন,এরোস্পেস,এরোডাইনামিক্স অফ রোড ভেহিকল,পাওয়ার প্লান্ট ডিজাইন নিয়ে কাজ করি ।কিন্তু কবিতা,ছোটগল্প,ভ্রমন,বন্যপ্রানি জগত এবং সুন্দরবন ভালোবাসি ।আমি আমার ভাললাগা নিয়ে এখনকার মত সব সময় কাজ করে যেতে চাই
খোলা বাতায়নে উদাস নয়নে একেলা বিকেলে তুমি,
প্রেম লাল ফুলে তৃষা ঘুরে ফিরে ধরা দেয় ফাল্গুনী।
কোথা হতে লাল এনেছে বিকাল তোমার লোচন কোণে,
আমি দূর হতে আবেগী দৃষাতে তাহাকে রচেছি গানে ।
©somewhere in net ltd.