নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীলতার জয় হোক যুগে যুগে সকল সঙ্কটে

ভালবাসুন সেই জিনিসকে যাকে ভালোবাসেন ঘৃণা করুন ঐ জিনিসকে যাকে ভালবাসতে হয় ।

নাজমুল আহসান সৈকত

রুয়েটে চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ।বাক্তিগতভাবে আমি মেকানিক্যাল ডিজাইন,এরোস্পেস,এরোডাইনামিক্স অফ রোড ভেহিকল,পাওয়ার প্লান্ট ডিজাইন নিয়ে কাজ করি ।কিন্তু কবিতা,ছোটগল্প,ভ্রমন,বন্যপ্রানি জগত এবং সুন্দরবন ভালোবাসি ।আমি আমার ভাললাগা নিয়ে এখনকার মত সব সময় কাজ করে যেতে চাই

নাজমুল আহসান সৈকত › বিস্তারিত পোস্টঃ

আমি হারিয়ে গিয়েছি

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৫

আজ হইতে ভালবাসিলাম সেই যাত্রাপথকে,যাহাতে কাহারো প্রতি রইলনা ঘৃণা,কোন হিংসা,না রইল কাহারো কাছে তাহার সাধ্যের অতিরিক্ত আকাঙ্ক্ষার ভার চাপানোর ইচ্ছে অথবা নিজের সাধ্যের অতিরিক্ত কোন ভার নিজের কাঁধে চাপাইয়া কাহাকেও আনন্দ দেওয়ার ইচ্ছে......না থাকিল কাহারো সাথে কোন প্রতিযোগিতা......আমার পৃথিবীর রঙসমূহের প্রাচুর্যকে অবাক হইয়া দেখিলাম তাহারা আমার অজান্তেই অনেক সুন্দর নৈসর্গিক হইয়া ভালবাসার ফুলেল সরু পথ ধরিয়া মনের দিগন্তের বিশাল কাগজে রংধনু আঁকিয়া অবিরত ডাকিয়া চলিয়াছে...সত্যি আমার পৃথিবী অনেক রংময়...এবং সুন্দর...আমি আর ওদের অবহেলা করিবনা...আমি হারিয়ে গিয়েছি আমার ভুবনে...কেও কখনো যদি অভিযোগের দাবি নিয়া দুয়ারে হাজির হয় তাহার জন্য পড়িয়া রহিল “দুঃখিত”.........
and this song for you ...........with the "sorry"
https://www.youtube.com/watch?v=Ginx7WKq5GE

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০৯

কাবিল বলেছেন: আমি প্রথম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.