নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

নির্বাক স্বপ্ন

নির্বাক স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

অভিকর্ষমুখী একাকিত্ব

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

গল্প বলতে পারা,আর বলতে পারা গল্প লেখতে যাওয়া এক কথা না।আর সেটা যদি হয় নিজের গল্প,নিজস্ব অভিজ্ঞতার কথা, তাহলে শব্দচয়নে জটিলতা বেড়ে যায়।পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয়ে যায়,কিন্তু মনের কথা মনেতে ই থাকে।আজ,আমি ঠিক করে বসেছি যা ই হোক আজকে মনের চাপা কথাগুলো বলবো ই।
খেয়ালের ধূসর কথাগুলো বলে ক্লান্ত মনটা কে বিশ্রাম দিবো।আরোহীর সাথে পরিচয়ে কোন দৈব ক্রম ছিল না।ক্লান্তিমাখা চোখে আরোহীর মুখশ্রী তে খুঁজে পাই নি কোন দেবীত্ব।অন্য দশটা মেয়ের মতই ছিল আরোহী।উজ্জ্বল শ্যামলা গাত্রবর্ণ।চোখে ছিল উদ্যাম কামুকতা।

অনানুষ্ঠানিক ভাবেই মন দিয়েছিলাম আরোহীকে।মন দিয়েছিলাম,মনের প্রয়োজনে,শরীরের প্রয়োজনে,অনেকটা সময়ের প্রয়োজনে।আরোহীকে মন দেয়া কতটা সময়ের চাহিদা ছিল,আর কতোটা ই বা মনের চাহিদা সেই কথা এখন বলা অপ্রাসঙ্গিক।অনেকটাই অভ্যস্ত হয়েছিলাম আরোহী'তে।ওর শরীরের উষ্ণতা,চোখের সুরা পান করতাম ভ্রমন ক্লান্তি শেষে।আরোহীর স্পর্শসুখে ছিল স্বর্গসুধা। চাঁদবিহীন রাত যেমন নিয়নের আলো'তে সোমসুধা দিয়ে অন্ধকার ঢাকতে চায়,দরিদ্র যুবা যেমন দুধের স্বাদ ঘোলে মেটাতে চায়,ঠিক তেমন অবস্থান ছিল আমার কাছে আরোহীর
ফোনের অপর প্রান্তে থাকা আরোহী ছিল আমার কাছে- আমার কথা বুঝতে পারা,আর বুঝতে পারা কথা সময় মতন প্রকাশ মানসিকতা সম্পূর্ণ এক মেয়ে।

আজ আরোহী নেই।আসলে আরোহী কখনো ই ছিল না।মনের মরুপ্রান্তরে আরোহী ছিল মরিচিকার মত।আমার গল্পে আরোহী অসমাপ্ত এক অধ্যায়।যে অধ্যায় লেখা হয়েছিল সময়ের প্রয়োজনে।ঘাম দিয়ে যেমনি জ্বর ছেড়ে যায়,শরীর হালকা হয়ে আসে,তেমনি আরোহীর বিদায় সবল করেছে প্যারালাইজড হয়ে থাকা ইমোশন গুলোকে।
আরোহী নেই।নেই আরোহীর স্মৃতি।কিন্তু রয়ে গেছে আরোহী ঘেরা শাদা আবেগগুলো।স্বপ্নালু আবেগ মরে যায় নি আরোহীহীন হয়ে।আরোহী শূন্য রাতগুলো হয়তো বা বিষাদঘেরা,কিন্তু স্বপ্নহীন নয়।কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পান্ডব মাতা কুন্তির স্বেচ্ছা বনবাস যেমন পঞ্চপান্ডবের স্বাধিকার প্রাপ্তির সাথে সাথে আত্নজিজ্ঞাসা, আত্নমূল্যায়ন কিংবা আত্নশুদ্ধির সুযোগ করে দিয়েছিল;তেমনি আরোহীর প্রস্থান আমাকে দাড়া করিয়েছে এক সুবিশাল আয়নার বিপরীতে যেখানে নিজের প্রতিবিম্ব চোখ তোলার অধিকার দেয় না।আরোহী দিয়ে গেছে একাকিত্ব নামের এক সাধনামার্গের সন্ধান।গরল ভরা শহরের এক ঘুপচিতে অভিকর্ষমুখী একাকিত্বের সরল ঠিকানা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.