![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ের ৪৪ টি বছরে মোরা,
স্বপ্নের ৪৪ টি সিড়ি মাড়িয়েছি,
বহু চড়ায় উতরায় সেই কাঙ্খিত
মঞ্চে, নতুন উদ্যামে দাড়িয়েছি।
লক্ষ শহীদের রক্তে লাল করে,
গড়েছি লাল-সবুজের উর্বর ভূমি,
শ্রমিকের শ্রম আর কৃষকের ঘামে,
সফলতার চুড়া এখন আকাশ চুমি।
মাগো মোরা গড়েছি তোমার স্বপ্নের স্বদেশ,
এনেছি সেই নতুন সকাল, এনেছি মুক্ত হাওয়া,
মাগো তবুও কি তাঁরা ফিরবে না আমাদের মাঝে,
তবুও কি রুখবে না তাদের হঠাৎ চলে যাওয়া।
কথা দিলাম মা, সব ফিরিয়ে দেব,
সব বুঝিয়ে দেব তোমায়,
যা দিয়েছিলে তুমি, তারচেয়েও বেশি দেব,
হবে না কোন কামায়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮
নির্বাসিত কবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, যে পরিমাণ অনুপ্রেরণা দিয়ে গেলেন। তাতে ধন্যবাদ শব্দটা খুব ছোট হয়ে যায়। হৃদয়ের সমগ্র শুভ কামনা রইল আপনার প্রতি
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৭
অজানা পথের পথিক বলেছেন: সত্যিই ভাল লেগেছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
নির্বাসিত কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা ।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ, সু-মতামত ব্যক্ত করায়।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ, উৎসাহি মতামতের জন্য।
নতুন বছরের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার দেশাত্মবোধক কবিতা