![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোষাদোষি চলে রোজ
রাখে না রাখে না খোঁজ
খোঁজে না খোঁজে না কেউ সমাধান
বুঝিবার মন নেই, পুরোনে নতুন নেই
আছে শুধু সেকেলে সে অভিধাণ।
আছে শুধু কোনা জুড়ে
ও পাড়া সে পাড়া ভরে
আটি আটি পঁচে যাওয়া গল্পই
আছে শুধু গল্পেরা মুখ আর চোখ জুড়ে
ক্ষুরেছে ক্ষতের ঘা, গুটি কয় মন ভরে
করেছে গভীর যতো ক্ষতে ভরা দাঁগ গুলোই
বলা যায় তবে তাও অল্পই।
তুমি-আমি তারা সবে
মেতে রই সদা তবু বিভেদে
খুঁজি তবু কাঁদা মেখে
জাত-পাত, জামা দেখে
মেতে থাকি ভুলে থাকি দ্বন্দ্বে
দোষ আর গুণ গুলো একে থাকি গল্পতে
বাঁধি কেউ শব্দের ছন্দে।
কেউ মোরা ভুলে সব
প্রেম প্রেম খেলা দেখে
হিসেবের খাতা খুলে খুঁজে যায়
কেউ মোরা চোখ বুজে ঠিক আর ভুল ভুলে
মেয়ে কি বা ছেলে দেখে পূজে যায়।
তখনই সে সুযোগেতে কিছু লোক
দাঁত চেপে, মনে পোষা সাঁধ মেপে
নেঁচে আর গেয়ে সেই নেমে যায়
নেমে গিয়েও পড়ে নাকো ধরা-টরা কোনো কিছু
জেনে গেছে নেবে না কেউ পিছু তাই
পড়ে রবে জাত-পাতে, পড়ে রবে বিভেদেতে
এ নিয়ে চিন্তার কিছু নাই।
এইভাবেই রচে যাবে
শঁকুনেরাও খচে যাবে
হাজারে হাজারে যতো গল্পে।
বিভেদে বিভেদে বিভেদে মোরা
পড়ে পড়ে ধুকে ধুকে মরব
মরিবার কিছু আগে
বিলাপ কেঁদে কভু
হায় হায় করিলে তা করব।
তাও যদি নাই পারি
আপসোসের দাড়ি-কমা রবেনা
তাও এখন দোষাদোষির শেষের শেষটুকুও
কিছুতেই শেষ কভু হবেনা।।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
নির্বাসিত কবি বলেছেন: সমাজে নারী-পুরুষ এর বিভেদের কথা তুলে ধরতে চেয়েছি। আমরা সকলেই সকলের দোষ খুঁজে বেড়াই কিন্তু কেউই এর সমাধান নিয়ে ভাবতে চাইছি না। ফলিশ্রুতিতে সমাজের অন্যায় আর অঘটন গুলোর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, দুস্কিতিকারীরাও পার পেয়ে যাচ্ছে অনায়েসে, বিস্তৃত হচ্ছে তাদের বংশ। আর এসব দোষাদোষির চিত্র শব্দে ছন্দায়িত করার চেষ্টা করেছি মাত্র। যদি কিছু মানুষ ভাবতে শুরু করে আবার।
ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
প্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার নিবেদন রইল।
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +++
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৬
নির্বাসিত কবি বলেছেন: জেনে আনন্দিত হয়েছি।
প্লাস দেওয়ায় অফুরন্ত ভালবাসা রইল।
৪| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: বহু, বহু দিন পর পোস্ট দিলেন।
কবিতা ভাল লেগেছে।
নিয়মিত লিখুন।
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
নির্বাসিত কবি বলেছেন: আগের মতো আর সময় দিতে পারছিলাম অনেকটাদিন। এখন নিয়মিত থাকছি আবারো।
ভাল লাগা জেনে খুশি হলাম। আপনার প্রতি নিরন্তর শুভ কামনা রইল।
৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লেগেছে +
শুভ কামনা কবি !
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
নির্বাসিত কবি বলেছেন: ভালবাসা নেবেন।
আপনার লেখা সর্বশেষ কবিতাটা পড়া হয়েছে। আপনিও অনেক ভাল লেখেন
প্লাস দেওয়ার জন্য কবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় অন্তদ্বন্দের যে সমস্যা তা সমাধানের ইঙ্গিত দেয়া হয়েছে।
ভাল লাগা। +