![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুটঘুটে আমানিশা, স্থির মনিদ্বয়
কোথায় যেন চিনচিনে ব্যাথা, খুটখাট শব্দ
আর, আর জোনাকি আঙিনাময়!
পিছে পিছে আবছা আধো আলো, আধো ছায়া
নিসপিস নিসপিস করে মনে
নিত্যে বাঁধে সুর, বাঁধে মায়া
নিরালায়।
এইতো আমি পিছে পিছে হাটি
মৃদু পায়ে হেটে যাও, ওঠে নূপুরে গুঞ্জন
মাতাল ঘ্রাণে ভারি ওঠে হয়ে বাতাস
ভারি হয় মাটি
মাটিতে অস্পষ্ট পদচিহ্নের ছাপ!
পিছে ফিরে তাঁকানো আবছা মুখ
মুখে হাঁসি, হাঁসিতে সুখ
আবারও হেটে হেটে হারালে নিমেষে
আসিলে চুপচাপ, থাকিলেনা স্থির
থাকিলে আবেশে
থাকিলে ক্ষত হয়ে মনোনিবেশে
আবারো আরেকটিবার।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
নির্বাসিত কবি বলেছেন: সংশোধনিমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ব্যাকারণ জ্ঞানে এখনো অনেক অপরিপক্বতা থেকে গেছে। তবে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা নিহায়েতই কম নয়।
জ্বি এরপর থেকে বিষয়বস্তু বিবেচনায় ছবি সংযুক্ত করার প্রয়াস থাকবে।
ভালবাসা নেবেন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক সুন্দর
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
নির্বাসিত কবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব।।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪২
মোঃ মুসা ইসলাম বলেছেন: জি হ্যাঁ ভাল।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬
নির্বাসিত কবি বলেছেন: জেনে খুশি হলুম।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
একই শব্দের পরপর দুবার ব্যবহার ভালই লেগেছে।
তবে সাধু - চলিত ব্যবহার দৃষ্টিকটু।
পোস্টে ছবি ব্যবহার করা যেতে পারে।
শুভকামনা রইল।