নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় ইঞ্জিনিয়ার ও একজন ফ্রিলেন্সার। একান্ত অবসরে সামুতে সময় দেই আর কখনো কখনো কবিদের কবিতায় তাড়িত অনুভূতিদের শব্দে দাড় করায় অনিখুঁত ছন্দায়নে।

নির্বাসিত কবি

প্রেমের ফেড়িওয়ালা

নির্বাসিত কবি › বিস্তারিত পোস্টঃ

প্রেম বিড়ম্বনা

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

প্রেম নামের এই সম্পর্কে
চলছে উকি ঝুকি
নিত্যদিনে নামছে এতে
নানান খোকা-খুকি।

বয়স ভেদে হচ্ছে আলাপ
হচ্ছে মনের মিল
অল্পদিনেই তাবৎ উধাও
হারিয়ে সব ফিল।

গড়ছে কেহ লইতে মজা
হইতে কথায় পটু
কেউবা তখন ফোনে মজে
বলতে কথা কটু।

কেউবা এদের বলছে ইহা
শুধুই নাকি খেলা
যৌবন মানেই এমনভাবে
মনের ডানা মেলা।

কেউবা বোঝে প্রেমের মানে
ঝোপের তলে ঘর
তাদের সেসব ধ্যান-ধারণায়
বাপ-মা সবাই পর।

তারা বোঝে মন যা বলে
সবই নাকি ঠিক
তা শুনে মন হাঁসছে বোধহয়
করে ফিকফিক।

তারপরে ফের অল্প দিনেই
দেখে সবই ভুল
মিছেই ওরা ভাবছিল তা
পবিত্র এক ফুল।

তারপর দেখে পরিবারে
নেই তাহার সে দাম
সমাজেতেও রইনি সুনাম
রইনি আগের নাম।

তাই সে ভাবে কি লাভ রেখে
রইনি যখন কিছু
কিসের মায়ায় থাকবে তবে
ভবের মায়ার পিছু।

তাই সে ভেবে ঠিক করে নেয়
থাকবেনা আর ভবে
বাপ-মা আর ভাই-বোনই বা
থাকল আপন কবে?

তাই সে কেনে ঘুমের ওষুধ
কিংবা মোটা দড়ি
মরার পরে আমরা যেন
কান্নাকাটি করি।

কিন্তু বোকা মরলেরে তুই
কাঁদবে কেনো কেউ?
পরিবারের লোক ব্যতিত
করবে সবাই হেও।

প্রেম-পিরিতি চললে চলুক
বাঁধলে বাঁধিস ঘর
তাই বলে তুই ভাবিসনে ভাই
পরিবার তোর পর।

ঠিক যদি হও, জানাই এগোও
বাপ-মা যারে ডাঁকো
মানুষ চিনতে পারবে নাগো
যতোই তুমি পাঁকো।

লোক চিনিতে তোমার চেয়ে
চোখ তাহাদের পাঁকা
তাদের থেকে চালাক হয়ে
মুশকিল ভাল থাকা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

তারেক ফাহিম বলেছেন: পরিবারের সিদ্ধান্তে বিয়ে গুলোতে ঝগড়া কমই হয়।

ভালো লাগা জানবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

নির্বাসিত কবি বলেছেন: মজবুতও হয় আর স্থায়ীও।

ভালো লাগা জেনে খুশি হলাম। পড়ার জন্য ধন্যবাদ :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

ফাঁকিবাজ তানিম বলেছেন: খুবই সুন্দর হয়েছে এবং সব কথাই বাস্তব / :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

নির্বাসিত কবি বলেছেন: মতামত দানের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও ব্লগ যাত্রায় সাথে রাখবেন :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: তবু মানুষ প্রেম করে । প্রেম করে বিয়ে অথবা বিয়ে করে প্রেম । :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

নির্বাসিত কবি বলেছেন: প্রেমে তো পাপ নেই। এ তো স্রষ্টার দান শুধু স্রষ্টার নিয়ম মেনে করা চাই।

মতামত দানের জন্য কৃতজ্ঞতা :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: প্রেম শুনলেই প্রেম জাগে.

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

নির্বাসিত কবি বলেছেন: জাগুক না :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমে স্বর্গ প্রেমে নরক,
প্রেমে বাঁচা-মরা;
প্রেম কইরো না দেহের সনে
আত্মার সনে ছাড়া!

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

নির্বাসিত কবি বলেছেন: তাইতো প্রিয় আত্মার খোঁজে
যাযাবরের বেশ
তা দেখিয়া ওরা বলে “তুইতো বুড়ো”
তোর তো দেখি যৌবনকাল শেষ।

যথার্থ উক্তি মতামতে যোগ করায় কৃতজ্ঞতা :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ জনাব :)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

অয়ি বলেছেন: অনুভূতি দিয়ে কী করবেন ? লাভ ক্ষতির হিসেব বড়। এখন তাই হচ্ছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

নির্বাসিত কবি বলেছেন: হিসেব হোক না, তবে একটু সজ্ঞানে হোক, এতটুকুই কাম্য। :)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

খ্যাত বলেছেন: ভাল লেগেচে দাদা :)

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

নির্বাসিত কবি বলেছেন: ভাল লাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

আপনি কোন বিষয়ে আউট সোর্সিং করেন ?

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪১

নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ।

গ্রাফিক্স ডিজাইন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.