![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরাপত্তার দাবিতে দাবিতে উত্তাল হল দেশ
জ্ঞানি অজ্ঞানি সমস্বরে সেটারে; বলে গেল; বেশ বেশ
কতোশত ছটাক খুনে মাখামাখি করে; লাল হল রাজপথ
নানা মতামতে কুড়ালো কেহ কেহ রসালো অভিমত!
আমিও সে ধারায় লিখিলাম কিছু, দুঃখ লইয়া হৃদে
সহসায় আবার হারও মানিলাম; পেক্ষাপটের জিদে
কাছের কতিপয় মানুষও তখনই রাখিতে কহিল ভয়
দেখে যাবি শুধু প্রহসন তবুও, কিচ্ছু বলবার লয়।
এই অজুহাতে আমিও ভাবিলাম, যা হচ্ছে তা হোক
কি লাভই বা হবে ঘরে বসে শুধু করিয়া খোক খোক
পথিমধ্যে দেখিলাম আন্দোলনও প্রায়, রসাতলে গিয়ে সারা
বড় বড় মাথা লাইভে এসে প্রায়, বলে গেল দাড়া, দাড়া!
সবশেষে দেশ ঠান্ডা আবারো, রাজপথে ফের গাড়ি
আগের মতোই যাত্রীর লোভে চলছে পারাপারি
বিদ্রোহ ছেড়ে আবারও কবিরা প্রেমেতেই মশগুল
বিদ্রোহীরা ঘরে বসে আজ গুনে মরুক ঠিক-ভুল।।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯
নির্বাসিত কবি বলেছেন: আপনার তুলনায় প্রীশু হলেও হতে পারি। তবে অতোটা প্রীশুও নয়।
ভাল লাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জনাব।
২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: "কয়লা ধুইলে যেমন ময়লা যায় না।" কিংবা "কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না।" এই কথা দুটির প্রতিফলন বলা যায়....
"সবশেষে দেশ ঠাণ্ডা আবারো, রাজপথে ফের গাড়ি
আগের মতোই যাত্রীর লোভে চলছে পারাপারি।"
পরিবর্তন নিজে না হলে পরিবর্তন করা সম্ভব নয়। এটাই আসল কথা।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১৩
নির্বাসিত কবি বলেছেন: ঠিক কথা। আমরা বদলে না গেলে দেশ বদলাবে না, আমাদের নেতারাও বদলাবে না।
ভালবাসা এবং ধন্যবাদ, সোহাগ ভাই
৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৫
রাকু হাসান বলেছেন:
শেষ দুই লাইন অন্যরকম । সোহাগ ভাই সুন্দর মন্তব্য করেছেন ।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪
নির্বাসিত কবি বলেছেন: ভাল লাগা জেনে ভাল লাগলো।
মতামত জানানোর জন্য কৃতজ্ঞতা।
৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪
নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেকগুলো বানান ঠিক করার প্রয়োজন আছে, ঠিক করে দিন।
১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩
নির্বাসিত কবি বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভাল আছি। আপনি কেমন আছেন?
যে কয়টা ধরতে পারছি শুধরে নিলাম। আরো কিছু থাকলে সাহায্য আশা করছি।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু ।
কে বলেছে ঘরে বসে আছে কবিরা। আপনি উঠে এসেছেন । এই তো বেশ।
কবিতাউ ভাল লাগা। +++