![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবাদি এই দেশের মানুষ
প্রতিবাদ তার রক্তে
শোষন শাসন করলে কেহ
প্রতিবাদ অক্তে অক্তে
প্রতিবাদ চলে মন্ত্রি সভায়
প্রতিবাদ চলছে রাস্তায়
প্রতিবাদি হয়ে প্রতিবাদ হয়
চায়ের দোকানে স্বস্তায়
প্রতিবাদ আছে সারাদেশে তবু
প্রতিবাদ কোথা নাই
আবেগের তরে শুধু ঘুরে মরি
বিবেকের খোঁজ নাই
প্রতিবাদই যদি হতে কও মোরে
কেনো কও তুমি বলো
সব প্রতিবাদই অস্থায়ীই রইল
স্থায়ী কি হয়েছে, বলো
না না তুমি আর বলো নাকো কিছু
ঠাসো আঙুল ঐ ঠোঠে
তুচ্ছ প্রতিবাদে কখনো কি কেথাও
ন্যায্য অধিকার জোটে?
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
নির্বাসিত কবি বলেছেন: ধন্যবাদ ভাল লাগা প্রকাশের জন্য
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্রেফ আবেগের জোরে প্রতিবাদ করলে ফলাফল পাওয়ার সম্ভাবনা কম থাকে; প্রতিবাদ করতে আবেগ, বিবেক, বুদ্ধি সব কাজে লাগালে ফল পাওয়া যায়।
উপস্থাপন ভালো লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫
নির্বাসিত কবি বলেছেন: জ্বি সত্য ঠিক বলেছেন।
মতামত লেখার জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: দ্বিতীয় স্তবকের দ্বিতীয় চরণে 'প্রতিবাদ' ঠিক করুন। 'প্রভিবাদ হয়ে গেছে।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬
নির্বাসিত কবি বলেছেন: জ্বি ব্যস্ততার জন্য সামুতে আসতে কিছুটা দেরি হওয়ায় সংশোধনটাও বেশ দেরিতে করলাম।
সংশোধন করে নিয়েছি। ধন্যবাদ
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: প্রতিবাদ করা দরকার। প্রতিনিয়ত প্রতিবাদ করা দরকার।
এই দেশে প্রতিবাদ করা ছাড়া কিছু আদায় করা যায় না।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭
নির্বাসিত কবি বলেছেন: প্রতিবাদ ছাড়া কোথাও কিছু আদায় করা বেশ কঠিন। তবে হ্যা এদেশে আরো কঠিন।
মতামত লেখার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।