![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বদলায়, বদলায় জীবন
সময়ের সাথে ফোকলা মুখের নিষ্পাপ হাসি
চিবিয়ে চিবিয়ে খায় হিংস্র দুই পাটি দন্ত।
এরপর দুরন্ত শৈশব, কৈশোর
যৌবন মাড়িয়ে নামে
ফোকলা মাড়ির অসহায়ত্ব।
সময় বদলায়, বদলায় জীবন
সময়ের সাথে বদলায় নির্ঘুমতার অনুসংগ
জীবন হয়ে যায় লেজবিহীন ঘূর্ণিময় ঘুড়ির মতো
তবু দীর্ঘশ্বাসের কার্বন-ডাই-অক্সাইড পূর্ণ
স্বপ্নগুলো আকাশ ছোয়ার স্বপ্ন দেখে।
নির্ঘুম রাতে ভেড়া গুনতে অভ্যস্ত ছেলেটি
জ্যোস্না রাতে তারা গুনতে বসে যায়।
সময় বদলায়, বদলায় জীবন
সময়ের সাথে বালিকার স্বপ্নের বেনারসীর
রক্তিম আভা দিগন্তে গিয়ে ফিকে হয়ে যায়।
সাতরঙ্গা কাঁচের চুরির জায়গা নেয় স্বর্ণের শিকল
লাল আলতার রঙ হয়ে যায় ফ্যাকাশে...
সময় বদলায়, বদলায় জীবন
সময়ের সাথে বাড়ে সম্পর্কের টানাপোড়ান
আপনি-তুমি-তুই গুলো হয়ে যায়
একেকটা বিচ্ছিন্ন ব-দ্বীপ।
ঠিক যেসময় জীবনানন্দ নাকি সুকান্ত
এই দ্বিধায় দ্বিধান্বিত মন
ঠিক তখনি বদলে যাও তুমি
হয়তো বদলে যাই আমিও
সময়ের সাথে সাথে বদলে যায়
আমাদের সময়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১
নির্বাসিত_নির্বাক বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চালিয়ে যাবার আশা রাখছি.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
গেম চেঞ্জার বলেছেন: সামুতে স্বাগতম!!
খুব ভাল লিখেছেন। (১ম প্লাস+)
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক অনেক গুলা ধন্যবাদ । আর আপনার ভালো লেগেছে জেনে লেখার আগ্রহটা কয়েকগুন বেড়ে গেলো।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল। শুভ কামনা রইল।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর হয়েছে।শুভকামনা রইল...
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ ভাই। অনুপ্রানিত হলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
চালিয়ে যাও

