![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে গুগল ট্রান্সেলেটরের হেল্প নিতে হয়। তো সেটা নিতে গিয়ে বেশ কিছু মজার অনুবাদ নজরে আসলো। তাই সবার সাথে শেয়ার করলাম জাস্ট মজা করার জন্য, কারণ আজকাল মানুষই মানুষের কথা বুঝে না, আর গুগল তো নিষ্প্রাণ মেশিন মা্ত্রঃ .............
১। গোল কর না গোল কর না ছোটন ঘুমায় খাটে
-- If you do not score goals, do not sleep on the bed Soton
২। আমি বলছি না ভালোবাসতেই হবে
-- I do not mean to be bhalobasatei
৩। উচিত কথার ভাত নাই।
-- Rice should not talk.
৪। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত
-- And phutuka spring flowers phutuka
৫। তা আর হয় না মিয়া, তা আর হয় না
-- Mia is not it, is it not
৬। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
-- Before you knew it, but I wanted to head
৭। ভাত দে হারামজাদী,নইলে মানচিত্র খাবো।
-- De haramajadi rice, otherwise we will map.
৮। বৃষ্টি পড়তেছে / বৃষ্টি পরতেছে
-- Rain parateche
৯। আনা দরে আনা যায় অনেক আনারস
-- Many can be brought at the Pineapple
১০। সেই থেকে তার দক্ষিনের জানালা বন্ধ।
-- From the windows of the south.
১১। পড়েছি মোগলের হাতে , খানা খেতে হবে সাথে।
-- Though the hands of the Mughals, to the ditch to eat.
১২। আমি কি তোমার পাঁকা ধানে মই দিয়েছি?
-- I have given you a mature rice ladder?
১৩। ভালোবাসিয়া গেলাম ফাসিয়া
-- I bhalobasiya phasiya
১৪। গুগল ট্রান্সেলেটর একটা জিনিস মাইরি!
-- Google transeletara marry a thing!
১৫। পাট ও পাঠার গন্ধে কুবেরের ঘুম আসিলো না
-- The smell of jute and send asilo not mean to sleep
১৬। মুড়ি খাও
-- Eat turnover
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
নির্বাসিত_নির্বাক বলেছেন:
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
চৌধুরী ইপ্তি বলেছেন: হিঃ হিঃ হিঃ
(আমার ব্লগের ১ম কমেন্ট)
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা....... চরম সত্যি কথা। মাঝে মাঝে হাসার জন্য আমিও গুগলে বিভিন্ন বিষয় ট্রান্সলেট করি। মজা লাগে।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
নির্বাসিত_নির্বাক বলেছেন: জ্বী একদম ঠিক বলেছেন.। আমিও মাঝে মাঝে বিনোদন নিই ঐখান থেকে।
ধন্যবাদ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা হাহা .... কী শুনালেন এইগুলা ভাই। হাসতে হাসতে পেটে খিল লাইগা গেলো। ইংলিশটা যা-ও দুইএকটা পারতাম, তাও ভুইলা গেছিগা। .. চরম বিনোদুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
নির্বাসিত_নির্বাক বলেছেন: বিনোদিত হয়েছেন জেনে ভাল্লাগলো। মাঝে মাঝে বিনোদন নিতেই গুগল ট্রান্সেলেটর ইউজ করি.। হা হা হা
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
তট রেখা বলেছেন: ধন্যবাদ। আমি এই মাত্র আরো একটি অনুবাদ পেলাম
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে --- Turn us in to small river bends
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: বাহ, ভাল্লাগছে আপনারটাও। ধন্যবাদ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
মাঘের নীল আকাশ বলেছেন: চখাম জিনিষ ভাই...
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
নির্বাসিত_নির্বাক বলেছেন: হুম। ধন্যবাদ।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
মুদ্দাকির বলেছেন: এটা আসলে আমাদের দূর্বলতা
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
নির্বাসিত_নির্বাক বলেছেন: ক্যামতে ভাই.।? বোধগম্য হইলো নাহ.। এট্টু ক্লিয়ার কইরা কন দেহি
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
আরব বেদুঈন বলেছেন: ওই বেকুব দের কাজকর্ম দেখে মাঝে মাঝ আমিও বেকুব হইয়া যাই
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা.।।। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং যেভাবে উন্নতি হচ্ছে একসময় গুগল ট্রান্সেলেটর অনেক ইফিশিয়েন্ট হবে আশা করা যায়।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
দিশেহারা আমি বলেছেন: ৮। বৃষ্টি পড়তেছে / বৃষ্টি পরতেছে
-- Rain paratech
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
নির্বাসিত_নির্বাক বলেছেন: হুম, সে ধপ করে পরা আর লেখাপড়া র পার্থক্য বুঝে নাইক্কা.।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
রাতুল রেজা বলেছেন: হা হা হাসলাম অনেক। যাই হোক এখানে একটা ঘটনা আছে। বাংলায় শব্দার্থ যেভাবে গুগলে ইনপুট দেয়া আছে সেভাবেই গুগিল বাংলা থেকে ইংলিশ করে। এখানে শুধু শুধু ক্রীয়া বা ভার্ব দেয়া আছে। ক্রীয়ার কাল হিসেবে ইনপুট দেয়া নাই। তাই ও শুধু ফুল ফোটা দিলে বুঝবে, ফোটানো লিখলে বুঝবে না। আমার এরকম ই মনে হয়
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেকটাই ঠিক বলেছেন। আসলে গুগল ট্রান্সেলেটর স্টাটিস্টিক্যাল প্রোব্যালিটি হিসেব করে ট্রান্সেলেট করে। ভবিষ্যতে হয়তো এই সমস্যা থাকবে না। ধন্যবাদ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
রানার ব্লগ বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
নির্বাসিত_নির্বাক বলেছেন:
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| চখাম শেয়ার
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯
তিমিরবিলাসী বলেছেন: আমি ও দেখেছি।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২১
রাবেয়া রাহীম বলেছেন: )
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
নির্বাসিত_নির্বাক বলেছেন:
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪
অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। হাসতে হাসতে শেষে। মাঝে মাঝে আমার সাথেও এমন ঘটে।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
শাহাদাত হোসেন বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
নির্বাসিত_নির্বাক বলেছেন:
ধন্যবাদ
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
উচ্ছল বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
নির্বাসিত_নির্বাক বলেছেন:
ধন্যবাদ।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, গুগলরে সহজ সরল পাইয়া দুষ্টামি করেন?? !!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
নির্বাসিত_নির্বাক বলেছেন: একটু মসকরা করতে ক্ষতি কি? হা হা
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১
সুপান্থ সুরাহী বলেছেন: পুরাই মাস্তি বিনুদন
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: আরো অনেক করা যাবে.....
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
নির্বাসিত_নির্বাক বলেছেন: জ্বী অবশ্যই। ধন্যবাদ।
২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর
If you stay up, I will be the Pirate River
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
নির্বাসিত_নির্বাক বলেছেন: বাহ ! ধন্যবাদ।
২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
গেম চেঞ্জার বলেছেন: ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া
Husked rice begging and amkara
ফইন্নীর ঘর ফইন্নী
Phainnira house phainni
অধিক সন্নাসীতে গাঁজন নষ্ট
More sannasite fermentation waste
তেলা মাথায় তেল দেওয়া
Smeary oil on the head
মামা ভাগিনা যেখানে, আপদ নাই সেখানে
Uncle, nephew, where there is no danger
যেখানে বাগের ভয়, সেখানেই রাত হয়
The bug fear, there are nights
১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা ব্যাপক মজা পাইলাম আপনার গুলান পড়ে। ধন্যবাদ।
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
অশোক বলেছেন: ভাই,আর কইয়েন না। :p
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
মাহবুবুল আজাদ বলেছেন: হইছে কাম।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
নির্বাসিত_নির্বাক বলেছেন: কাম তো অইগেছে.।
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আকার হ্রসইকার ব্যবহারে সাবধান
৭ নম্বরে দারুন মাইর দিলেন
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
রক্তিম দিগন্ত বলেছেন: উচিত কথার ভাত নাই।
-- Rice should not talk
এইটা অস্থির ছিল। +
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা ধন্যবাদ।
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
আরজু পনি বলেছেন:
গগুল ট্রান্সলেটরের অবস্থা অনেক খারাপ !
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
নির্বাসিত_নির্বাক বলেছেন: হুম। ধন্যবাদ।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: হাহা।গুগল ট্রন্সলেটরেতো বিনুদোন আর বিনুদোন
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১
নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা বিনূদন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
মিথুন আহমেদ বলেছেন:
