![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর,
রোজ দিনশেষে ব্যবচ্ছেদ-
অবশেষ?
অস্তিত্বের ঠোংগায় মোড়ানো
বিশ্বাসের অ্যানিমিয়া আর
স্বার্থপরতার কংকাল!
২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৫
নির্বাসিত_নির্বাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। "ঠোংগায় মোড়ানো" - তে বিশেষ কোন সমস্যা আছে কিনা আরেকটু বিস্তারিত বললে বুঝতে সুবিধা হতো। আমি আসলেই বুঝতে পারি নাই যে এখানে সমস্যা কোথায়। আশা করি একটু বিস্তারিত বলবেন। মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: "বিশ্বাসের এ্যানিমিয়া আর স্বার্থপরতার কংকাল" - এ কথাগুলোতে হয়তো কিছুটা চমক আছে, কিন্তু কবিতার বক্তব্য স্পষ্ট হয় নাই।
"ঠোংগায় মোড়ানো" শব্দ দুটোকে বদলানো যায় কিনা, ভেবে দেখতে পারেন। ছয় লাইনের কবিতায় যাও বা কিছুটা ভাবগাম্ভীর্য ছিল, এ শব্দ দুটো তা শেষ করে দিয়েছে।