নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বুদ্ধিতার ঘরবাড়ি!

নির্বোধ শিশু

অবুঝ শিশু, নির্বোধ শিশু

নির্বোধ শিশু › বিস্তারিত পোস্টঃ

২১ ফেব্রুয়ারী ও আমরা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

১২ মাসে তের পার্বণ কথাটা অন্য যেকোন জায়গায় ভুল হতে পারে, তবে এই দেশে ভুল হওয়ার সম্ভাবনা নাই একদমই। দিবসের শেষ তো আর হয়ই না, বরং বাড়ে।
আসছে, ২১ ফেব্রুয়ারী। দেশে জাতীয় শহীদ দিবস, যা আন্তর্জাতিকভাবে পালিত হয় মাতৃভাষা দিবস হিসেবে।
আগে ছোট থাকতে, আমি মাঝে মাঝে যেতাম শহীদ মিনারে, পরের দিকে যাওয়া হতনা আর আলসেমী করে। বাঙ্গালীজাতি ভাষার জন্য কি করতে পারে, এটা একটা বড় উদাহরণ। ছোটবেলায় মাঝে মাঝে ভাবতাম, সেই লোকগুলো কি ভেবেছিলো? কেনই বা গিয়েছিলো? শুধু ভাষা কি এতোই দামী? বুঝতাম না। ভাষা তো ভাষাই, জীবন কেন দিতে হবে?
বড় হলাম। কম্পিউটার আসলো বাসায়। যেদিন গুগলে প্রথম বাংলা লেখা দেখি, সেদিন নিজের মধ্যে কি জানি হয়ে গিয়েছিলো! পরে নিজের কম্পিউটারে বাংলা লেখার জন্য সফটওয়্যার আসলো। আস্তে আস্তে ফোনেও লেখা শুরু করলাম। এই সময়গুলোতে বুঝতাম, ভাষা কি আর কেন?
কাজের প্রয়োজনে অনেক ইংরেজী ব্যবহার করতে হয়। ইমেইল, চিঠি, নোটিস সবই দিতে হয় ইংরেজীতে। তারপরেও যখন বাংলায় কিছু লেখার বা পড়ার জন্য পেয়ে যাই, তখন আপন লাগে সবকিছু।
যাহোক, যে কথা বলার জন্য আজকের এতো কথা সেইটা হলো, আমরা কি আসলেই ভাষাকে সেই সম্মানটা দিতে পারছি? এই দিনে যে মানুষগুলো জীবন দিয়েছে তারা কি ভেবেছিলো আজকের দিনের কথা?
আরং, সাদাকালো, রঙ, নগরদোলা সহ অনেকেই ২১ ফেব্রুয়ারী উপলক্ষে তাদের নতুন ডিজাইনের কাপড় বাজারজাত করেছে। দামটাও কিন্তু কম না। আমার একটাই প্রশ্ন, এইটা কি ব্যবসার দিন? সবকিছু নিয়েই কি ব্যবসা করতে হবে? অন্তত এই দিনটাকে বাদ দিলেও তো হয়। স্বাধীনতা দিবসের আগের রাতে কত মানুষ তার জীবন দিয়েছে, সেটার হিসাব নেই। সেইটা নিয়ে ব্যবসা।
এইসব না করে একবার ভাবেন, কত মানুষ বাংলাটা পড়তে পারেনা, কত মানুষ লিখতে পারেনা। কত মানুষ শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন। নিজের দোকানের নামটা ইংরেজীতে না লিখে বাংলায় লিখুন। রাস্তার আশেপাশের লেখাগুলো বাংলায় লিখুন।
নিজের ভাষার সম্মান, কাপর বিক্রি করে হয়না। কিংবা কালো কাপড় পরে হয়না।
একটু দোয়া করেন তাদের জন্য, যারা জীবনটা দিয়ে দিয়েছে। বাংলা ভাষাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিন। ভালো ভালো বিদেশী বইগুলোকে বাংলা ভাষায় রুপান্তর করে ভর্তুকি দিয়ে বিক্রি করুন। কিছুই না পারলে অন্তত শুদ্ধ বাংলায় কথা বলুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: কত মানুষ বাংলাটা পড়তে পারেনা, কত মানুষ লিখতে পারেনা। কত মানুষ শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন। নিজের দোকানের নামটা ইংরেজীতে না লিখে বাংলায় লিখুন। রাস্তার আশেপাশের লেখাগুলো বাংলায় লিখুন।

+++++

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

কলাবাগান১ বলেছেন: আপনার আসল ক্ষোভ তো অন্য যায়গায়। ১৯৭১ এ 'গন্ডগোল' টা না হলেই ভাল ছিল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

নির্বোধ শিশু বলেছেন: ভাই, আমি এমন কথা কখন বললাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.