![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকরই বাংলাদেশে কখনো গনতন্ত্র নিয়ে ভাবেনি! আওয়ামীলীগের বাকশাল দিয়ে গনতন্ত্র ধ্বংসের শুরু! রহমান এন্ড রহমান পরিবার আমাদের রাজতন্ত্র উপহার দিয়েছে, আর এরশাদ দিয়েছে স্বৈরতন্ত্র।
গনতন্ত্রহীনত অপশক্তিগুলোকে গাঁ'ঝাড়া দিয়ে দাড়াতে সহায়তা করেছে! যেমন জামায়াত বাংলাাদেশে শক্ত ঘাটি তৈরি করেছে আর নিরন্ত্রর বাংলাদেশকে আবার গোলাম বানানর স্বপ্ন দেখছে। অন্যদিকে ইনু-মেনন-মুজাহিদদের জাসদ-বাসদত সারা জীবনই সরকার পতনের কুচক্রান্তে জড়িত ছিল সেই বঙ্গবন্ধুর আমল থেকেই! এদিকে আবার জাতীকে এমনভাবে মুখোমুখি দাড় করে দেয়া হয়েছে যে আওয়ামীলীগের পক্ষে বললে আপনি দালাল আর বিএনপির পক্ষে বললে রাজাকার! এমন কেঊ নেই যার পক্ষে বললে আপনাকে নিষ্কলুষ বাংলাদেশি বলা যাবে!
এভাবেই আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল তাৎপর্য থেকে সরে এসেছি অনেকদূর আর ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে প্রতিনিয়ত করছি চরম অপমান।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২২
রাজীব নুর বলেছেন: কিচ্ছু বলার নাই।