নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার, বাংলা আমার

আমি বাংলা'র, বাংলা আমার

মোঃ তানভির

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা!

মোঃ তানভির › বিস্তারিত পোস্টঃ

সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কি অবৈধ ?

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৯

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আইন বিভাগের শিক্ষার্থীদের রেজি: দিচ্ছে না বাংলাদেশ বার কাউন্সিল এবং নতুন যারা ইন্টিমেশন ফরম নিতে আসছে তাদের ও ফরম দিচ্ছে না। আর যারা ইতোমধ্যে ১/২ বছর পূর্বে ইন্টিমেশন জমা দিয়েছে তাঁদের সবার রেজিঃ পত্র আটকে দিয়েছে বার কাউন্সিল।



এ ব্যাপারে তাঁদের কাছে এই সিদ্ধান্তের স্বপক্ষে লিখিত নির্দেশনা দেখতে চাইলে তাঁরা অপারগতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিকে ইংগিত করে বলেন, "বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রীর প্রেক্ষিতে ইউজিসি'র অনুমোদন লাগবে"। এই নির্দেশনা তাঁরা নিজেরা নিজেরা ৫ই মার্চ'২০১৪ থেকে শুরু করেছেন। মৌখিক নির্দেশনা কে বা কারা দিয়েছে সে ব্যাপারে জানতে চাইলেও তাঁরা ঊর্ধ্বতন মহলের দিকে দৃষ্টি ঘুড়িয়ে দেন।



তাঁদের ভাষ্যমতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর ব্যাপী LL.B(Hons) পাস করা শিক্ষার্থীদের আর কোন মূল্য রইলো না, ভবিষ্যতে তাঁরা আইন পেশায়ও নিয়োজিত হওয়ার কোন সুযোগ নেই আপাতত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রীর মান নির্ধারণে তাঁদের কোন প্রকার এখতিয়ার নেই বলেই আইনে বিদ্যমান। এটা নির্ধারিত করবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।





এমতাবস্থায় রেজিঃ পত্র নিয়ে যাদের সমস্যার মুখামুখি হতে হচ্ছে এবং পরীক্ষা দেয়ার ক্ষেত্রে ভবিষ্যৎ এ জটিলতার সম্মুখীন হতে হবে তাদের থেকে একতাবদ্ধ মতামত গ্রহণ আশু প্রয়োজনীয়।।



এই হঠকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রশ্ন দাড়ায় " সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কি অবৈধ ? "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.