| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঊড়ছি কেন!!!!!!!!!!!!! কেউ জানেনা!!!!!!!!!!!!
একটা তুলি হয়ে বাঁচতে দেবে?
কাঠ-পশমের,
কদাকার-কুৎসিত ধমনী ধেঁয়ে যাওয়া
তোমার নিশানাবিহীন বিষাক্ত তীরটি থামিয়ে দাও,
হৃদপিন্ড কাঁপছে এই অধমের।
শুনছ তুমি?
ও জীবন কাঠের ধনুক,
তোমার সরু চোখ নিবদ্ধ যেখানে
ওই যেখানে কালো বিন্দুটি আঁকা,
আমায় ছুঁড়েছ যে আঁধার খুঁজতে
আমি আর ছুটব না সে অভিমুখ- যাব না বাতাসের সাথে যুঝতে।
বৃষ্টির জল, গোধূলীর আভা
দিনমজুরের ঘাম
আর বিভ্রান্ত যুবকের ঠোটে বসা
প্রথম গাঁজার ধোঁয়ার রঙ মাখানো একটা তুলি,
ঝরে যাওয়া ময়ূরের পালক খুঁজে
প্রেমিকার চোখের নেশার আঠায় সাজাবো তুলি,
তোমার কাছে চাইব না কখনও কিনে কৌটার রঙ
তবু আমায় একটা তুলি হয়ে বাঁচতে দাও।
৭/৬/১৩
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই
২|
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: বিষিয়ে ওঠা বিষাদ শিরোনাম টা বড় পছন্দ হয়েছে
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থ্যাঙ্কু মাসুম ভাই
৩|
০৯ ই জুন, ২০১৩ রাত ১:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
উপমাগুলো খুব ভালো লেগেছে।
০৯ ই জুন, ২০১৩ রাত ১:০৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ কবি
৪|
০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৬
একজন আরমান বলেছেন:
বৃষ্টির জল, গোধূলীর আভা
দিনমজুরের ঘাম
আর বিভ্রান্ত যুবকের ঠোটে বসা
প্রথম গাঁজার ধোঁয়ার রঙ মাখানো একটা তুলি,
দারুন।
০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৩
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই
৫|
০৯ ই জুন, ২০১৩ রাত ২:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব চমৎকার !
০৯ ই জুন, ২০১৩ রাত ২:৫৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থেঙ্কু আপু
৬|
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতায় বেঁচে থাকার আকুতির প্রকাশ দেখে ভালো লাগছে ।
ভালো থাকো ।
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:০০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ আপু
আপনিও ভাল থাকবেন
৭|
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:০০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থেঙ্কু হাসান ভাই
৮|
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আশাবাদ ও চিরন্তন আকুতি!
প্লাস।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাব
৯|
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার হয়েছে মিতা ! দেরী হয়ে গেলো পড়তে !
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দেরী হলেও তো পড়েছেন ।
কমেন্টের জন্য থেঙ্কু
১০|
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
নাইট রিডার বলেছেন: চমৎকার
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ নাইট রিডার
১১|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৮
আমি সাজিদ বলেছেন: লাইনগুলো ভালো লেগেছে।শুভকামনা থাকলো।
প্রথম গাঁজার ধোঁয়ার রঙ মাখানো একটা তুলি,
ঝরে যাওয়া ময়ূরের পালক খুঁজে
প্রেমিকার চোখের নেশার আঠায় সাজাবো তুলি,
তোমার কাছে চাইব না কখনও কিনে কৌটার রঙ
তবু আমায় একটা তুলি হয়ে বাঁচতে দাও।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ সাজিদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই শেষের লাইনগুলো অসাধারন হয়েছে।