![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঊড়ছি কেন!!!!!!!!!!!!! কেউ জানেনা!!!!!!!!!!!!
খানিকটুকু আঁধার মেখে উড়তে গেল কেউ
আধার থেকে ছুটে আসা শূণ্যকথার মউ
সন্ধ্যাস্মৃতির আগন্তুক দিক হারিয়ে ঠায়,
বন্ধা আলোর আত্মাহুতি চাঁদের দেখা পায়, তবু;
আধেক কথা হারিয়ে গেল আধখোলা জানালায়।
বর্গা প্রেমের খাজনা হাকে প্রেমদেবতার দল
অরুণ আলোয় বিদ্রোহীদের শীর্ণ হৃদির ঢল
অট্টপ্রলয় বাধুক তবু অপেক্ষা না হায়,
আঙুল জুড়ে মিথ্যেরা সব কথার মেলায় যায়, তবু;
অনেক কথা হারিয়ে গেল আধখোলা জানালায়।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থেঙ্কু মামুন ভাই। আপনি ভাল আছেন????
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল।
অনেক দিন পর দেখলাম আপনাকে
কেমন আছেন?
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ।
ভাল। আপনি???
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও ভাল।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন:
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
বর্গা প্রেমের খাজনা হাকে প্রেমদেবতার দল
অরুণ আলোয় বিদ্রোহীদের শীর্ণ হৃদির ঢল
চমৎকার ছন্দ
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।
ভাল আছেন???
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: পুরোটাই তো দেখি ছন্দ খেলা !
বেশ মিতা !
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থ্যাঙ্কু মিতা
ভাল আছেন???
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
হাসান মাহবুব বলেছেন: বেশ লাগলো।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল আছেন?
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ সুখপাঠ্য!!
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: থেঙ্কু ভাই।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সন্ধ্যাস্মৃতির আগন্তুক দিক হারিয়ে ঠায়,
বন্ধা আলোর আত্মাহুতি চাঁদের দেখা পায়, তবু;
আধেক কথা হারিয়ে গেল আধখোলা জানালায়।
ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
মামুন রশিদ বলেছেন: বেশ কিছুদিন পর আপনার কবিতা পেলাম । ভালো লেগেছে ।