নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব বাংলাদেশী

নিরব বাংলাদেশী › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগ গুডবাই

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১১

বাংলার বেলা বাংলা দেব

এই কথা ছিল ভাই

হঠাৎ গণিত! সূদকষা

সাথে লাভক্ষতি খুজে পাই



এই প্রশ্নের পরীক্ষার ও ফেল হলো

...আশা নাই

পন্ডিত স্যার লেজে গোবরে

আমি বলি গুডবাই

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৮

অন্য পুরুষ বলেছেন: আইজকা বাহাদুর শাহে দেখলাম মনে হয়......। !:#P !:#P !:#P !:#P

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৩০

উপপাদ্য বলেছেন: এতো সহজে গুডবাই হতে দিবেনা।

এই একটা মাত্র সমাবেশ আওয়ামীদের সব অপকর্ম থেকে বাংলাদেশকে ভুলিয়ে রাখতে পেরেছিলো। তাই আওয়ামীরা এটাকে যেকোন মূল্যে রক্ষা করতে চাইবে।

তবে মানুষের রোষানল থেকে আওয়ামীরা বেঁচে যাবে কারন তারা খুব কুটিল রাজনীতি জানে। কিন্তু শাহবাগের সহজ সরল ভাই যাদের অনেকেই কেবল মাত্র দেশকে ভালোবেশে ওখানে গিয়েছেন তাদের কি হবে??

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি

আমিও গুড দিছি - রাজনীতিকরন এর আচ পাওয়ার পর থেকে -

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪৫

নিরব বাংলাদেশী বলেছেন: আমি যাইনাই কিন্তু সাথে ছিলাম। আর সহজ সরল ভাইদের জন্য বলবো আজকের BTV'র ই্ত্যাদি টা খুজে দেখবেন। দেশকে ভালবাসতে হলে শাহাবাগ নয় নিজের আশপাশেই অনেক কিছু করার আছে।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫২

রেম্ব বলেছেন: প্রথম ৪ দিন আমিও গেছিলাম। পরে দেখি সুর চেইন্জ হইতাছে। বিদায় দিয়া আইয়া পড়লাম।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:০৬

কাজী মামুনহোসেন বলেছেন: ফাসী হওয়ার আগে শাহবাগ ছাড়ছি না ......

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২২

নিরব বাংলাদেশী বলেছেন: ছাইরেন না ধইরা রাখেন। তবু ভাই কষ্ট কইরা আজকের BTV'র ই্ত্যাদি টা খুজে দেখবেন। দেশপ্রেম, মানবপ্রেম, সমাজগড়া... এগুলার মানে কি, কিছুটা হলেও আপনাকে ধাক্কা দিবে, নতুন করে ভাবতে বলবে। নিজেকে অশিক্ষিত ই মনে হচ্ছে আজ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

গেস্টাপো বলেছেন: বাই বাই !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.