![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা ভাই আওয়ামীলিগ!!! শব্দটা কি উর্দূ না?৫২, ৬৯, ৭০ ,৭১ সবই হলো কিন্তু এই পাকিস্তানি শব্দটা বাদ দিলনা কেন?জাতির বিবেকের কাছে উত্তর চাইলাম... পারলে উত্তর ই দিয়েন, আজাইরা গালি দিয়া বইসেন না
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
পলপট বলেছেন: যাক গালি দিলাম না তবে তথ্য শেয়ার করছি-
সেটা হলো- আওয়ামী শব্দটি উর্দূ নয় এটি আরবী আর লীগ শব্দটি সাধারনভাবে ইংলিশ।
এটা মোটেও পাকিস্তানী শব্দ নয়।
আর শেখ মুজিব, শেখ হাসিনা এসব্ আরবী তাই িএগুলো যেমন বাদ দেয়া হয়নি তদ্রুপ আওয়ামী লীগ শব্দটিও বাদ দেয়া যাচ্ছে না।
বুঝতে পারলে ধন্যবাদ!
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯
পলপট বলেছেন: সাধারন জনগনের সংঘবদ্ধ জাতিয় প্রতিষ্ঠান এটাই
হচ্ছে আওয়ামী লীগ শব্দটির সাধারন অর্থ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
মোহাম্মদ হারুন বলেছেন: عوامی একটি আরবী শব্দ , তবে এই শব্দটি উর্দুতে ব্যাবহার হয়।
যেমন লুঙ্গী একটি বার্মী শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় এই লুঙ্গী শব্দটি ব্যাবহার হয়।
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
রাজীব দে সরকার বলেছেন: না শব্দটা উর্দু না
লীগ - হলো ইংরেজী শব্দ
আওয়ামী পাকিস্তানী না, মূলত আরবী ঘরানার শব্দ
কোন কিছুর নাম কখনোই এসব কারনে বাদ দেওয়া হয়না
আশা করছিনা যে বোঝাতে পেরেছি, কারন পোস্ট না দিয়ে নিজে একটু ভাবলেও পেয়ে যেতেন
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
পিওর গাধা বলেছেন: আওয়ামীলিগ এর মানে কি ? জানিনা তাই প্রশ্ন করলাম ।