![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেচো পাওয়া গেল ভারতে আর সাপ আইসা পড়লো বাংলাদেশে? ব্যপারটা কেমন না? ভারতীদের আইসিসি কিস্সু কবে না জানি কিন্তু কুনজর দিলো আশরাফুলের দিকে? আশরাফুলরে শাস্তি দেয়ার চিন্তা বাদ দেন বরং লোটা কামালরে দুইটা থাবড়া দেন আগে। অইবেডা ভারতের সাপ বাংলাদেশ আসতে দিল কেন? আর আশরাফুল যদি কিছু করেও থাকে তবে চুপচাপ ভুলে যান কারন আমরা আবুল দেশপ্রেমিক এর দেশের লোক এইসব মনেরেখে আহ উহ করার কোন মানে হয় না। শুধু এইটুকু বলবো আর ভুল কইরো না, আশরাফুল তুমি এগিয়ে চল আর কেউ না থাকুক আমি আছি তোমার পিছে
০২ রা জুন, ২০১৩ রাত ১:৩৮
নিরব বাংলাদেশী বলেছেন: মিডিয়া ফাল পারার ই জিনিস, পারুক। কিন্তু লোটা কামাল টুট টুট চুপ কইরা আছে ক্যান, ভারত তো সবাইরে চুপ করায় দিলো
২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৯
যত্নহীন রবি বলেছেন: খুনী,সন্ত্রাসী, অজনপ্রিয়, বাংলাদেশের জন্য কোন অবদান নেই এমন দাগী ফাসিঁর আসামীকেও যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে তবে জনপ্রিয়,বাংলাদেশের ক্রিকেটের প্রথম সূর্যসন্তান এবং সরলমনে সব স্বীকার করে ক্ষমা চাওয়া আশরাফুলের শাস্তি কেন লাঘব কিংবা প্রশমন করা যাবে না ?
বাংলাদেশের ক্রিকেটকে প্রথম বারের কলঙ্কিত করার জন্য আশরাফুলের শাস্তি হওয়া উচিত তবে আজীবন কিংবা দীর্ঘমেয়াদী শাস্তি দেয়ার বিপক্ষে আমি ।। সেই বি পি এলেরও মারে বাপ !! ছোট বেলা হতে তীল তীল করে গড়ে তোলা ক্রিকেট ক্যারিয়ার ভারতীয় কিংবা পাকিস্হানীদের খপ্পরে পড়ে একটি ম্যাচ কিংবা একটি ওভারে শেষ হয়ে যাওয়া খুবই দুঃখজনক !!
০৫ ই জুন, ২০১৩ রাত ২:৩৪
নিরব বাংলাদেশী বলেছেন: ভাই প্রভাও ফিরা আসছে আর আশরাফুল এর শাস্তি হবে? আজহারউদ্দিন ধরা খাইলেও কপিল দেবকে কিন্তু নিষ্কলঙ্ক রাখা হইসে, সে জাতীয় বীর। আমরা বেকুবের জাতি আমাদের বীরদের সব সময় নাকে ক্ষত দেয়া লাগে
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আশরাফুলের পাশে আছি। থাকব সবসময়।
৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
ম.র.নি বলেছেন: ভাই আশরাফুলের সিন্ডিকেট তেমন স্ট্রং না, গো বেচারা টাইপের ছেলে,কিছু বি.পি, কাঠালটা তার মাথায় ভাংছে আর কিছু না।দশ লাখ টাকার চেক নাকি আবার বাউন্সও করছে?টাকাও পেলো না, ব্লাকে দূর্নামও কামাইলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ রাত ১:২৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমাদের পত্রিকা - মিডিয়া ও বিসিবি কে নাচানাচি করতে বলেন সাপ কেন কুমিরোওও ঢুকবে --