নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরিবিলি

নিরবখান

তথ্য ভান্ডার

নিরবখান › বিস্তারিত পোস্টঃ

ঋণ খেলাপি মামলা : তারেক ও কোকোসহ ১২ জনের নামে ২ পত্রিকায় সমন প্রকাশ হবে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

ঋণ খেলাপি মামলা : তারেক ও কোকোসহ ১২ জনের নামে ২ পত্রিকায় সমন প্রকাশ হবে

কোর্ট রিপোর্টার

৪৫ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় ড্যান্ডি ডাইং ও এর পরিচালক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলেসহ ১২ জনকে হাজির হওয়ার জন্য দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। যাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, শাহীনা ইয়াসমিন, গিয়াস উদ্দিন আল মামুন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। সোমবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাদীদের বিরুদ্ধে সমন (আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি) দৈনিক প্রথম আলো ও দৈনিক ইনকিলাব প্রত্রিকায় প্রকাশ করে এই সংক্রানে- প্রকাশিত বিজ্ঞপ্তিসহ পত্রিকা দাখিলের নির্দেশ দেন। এর আগে সব বিবাদীদের প্রতি ডাক সমন জারি করা হলে জারিকারকের প্রতিবেদন অনুযায়ী গড়জারি হয়ে ফেরত আসে। গতকাল মামলার বাদী সোনালী ব্যাংকের পক্ষে আদালতের বিধি মোতাবেক এই বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো ও দৈনিক ইনকিলাব প্রত্রিকায় প্রকাশের আদেশ চেয়ে আবেদন করেন। সোনালী ব্যাংকের মতিঝিল স'ানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম গত বছরের ২ অক্টোবর ড্যান্ডি ডাইংসহ ১১ জনকে বিবাদী করে অর্থ আদায়ের জন্য এ আদালতে মামলা করেন। মামলায় বিবাদীদের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগ আনা হয়।

যুগান্তর: ০৫.০২.২০১৩

http://www.jugantor.us/2013/02/05/news0628.htm

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

সামুর ডাইনোসর বলেছেন: বাংলাদেশের শীর্ষ ১০ ধনীর ৪ জনই জিয়া পরিবারের।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.