নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেহের শক্তির চেয়ে মস্তিস্কের শক্তি বড়

নীরব খান জনতা

দেহের শক্তির চেয়ে মস্তিস্কের শক্তি অনেক দামি।

নীরব খান জনতা › বিস্তারিত পোস্টঃ

করোনা‌ভাইরাস‌ ‌নিয়ে‌ ‌কিছু‌ ‌কথা‌

২১ শে মার্চ, ২০২০ রাত ১:৪৮


দুঃখজনক হলেও সত্য যে আমি যখন ইউএসএ এবং জার্মানির আইপি দিয়ে ইউটিউবে Covid-19 লিখে সার্চ করলাম তখন দেখতে পেলাম ইউএসএ এবং জার্মান দুটি দেশ থেকেই তাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু যখন বাংলাদেশের আইপি দিয়ে Covid-19 লিখে ইউটিউবে সার্চ করলাম তখন কোন ওয়ার্নিং দেখতে পেলাম না, সুতরাং বুঝতেই পারতেছেন আমরা এমন গরীব দেশে বসবাস করি আমাদের জীবনের কোন মূল্য নেই। আমাদেরকে কেউ সচেতন করার প্রয়োজন মনে করেন না, আমাদেরকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকেরই সচেতন হতে হবে।



W.h.o. এর ওয়ার্নিং লিংকটা আমি নিচে দিয়ে দিচ্ছি যারা প্রয়োজন মনে করেন বা নিজেকে সচেতন ব্যক্তি হিসেবে দাবি করেন তারা এই লিঙ্কটি থেকে তথ্যগুলো জেনে আসতে পারেন। এই মুহূর্তে ডব্লিউএইচও এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সারাবিশ্বে COVID-19 আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২,৬৭,০১৩ মৃত্যুর সংখ্যা ১১,২০১ এবং দেশ এবং এরিয়া মিলিয়ে ১৮৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। আরো বিস্তারিত জানতে নিচের লিংটি দেখুন।


( Click This Link )


এখনো কিছু মানুষ আছে আমাদের দেশে যারা মনে করে এটা আসলে কিছুই না কিছুদিন পর ঠিক হয়ে যাবে,হতে পারে ঠিক হয়ে যাবে কিন্তু অসচেতনতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইতালি, চায়না, ইউএসএ, এবং এর মত অন্যান্য কান্ট্রি গুলোর দিকে তাকালেই অনুমান করা যায়।
যেই নিউইয়র্ক সিটিতে সব সময় বিজি থাকে নিচের লিঙ্ক থেকে গিয়ে দেখে আসেন আজকে সেই নিউইয়র্ক সিটির কি অবস্থা। COVID-19 ভাইরাসে মৃত্যু যে কতটা অসহায় জনক মৃত্যু সেটা যিনি অলরেডি মারা গিয়েছেন আমাদের দেশে, তার কথা মনে করলেই বুঝা যায়। তার নাকি জানাযায় হয় নাই, হাত বাড়িয়ে স্বজনরা ছুঁয়ে দেখতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও কাছে যেতে পারে না.

( https://www.youtube.com/watch?v=i6Fkcn_SzRo )

আমরা যে দেশে বসবাস করি এদেশে না আছে কোন হাসপাতালে ভালো ম্যাটেরিয়ালস,না আছে কোন ভালো স্বাস্থ্যসেবা এদেশে যদি একবার ভালোভাবে ছড়িয়ে পড়ে আমাদের বাঁচার কোন উপায় নেই । একমাত্র আমরাই পারি আমাদের সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে । চলুন কিছু সচেতন মূলক তথ্য জেনে নেই। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি, দিন শেষে আমরা সবাই সুস্থ থাকবো.

সব সময় সঠিক তথ্যের জন্য w.h.o. এর ওয়েবসাইট দেখবেন। নিচে দেওয়া লিঙ্ক থেকে ইনফোগ্রাফিক গুলা দেখে আসেন ইনফোগ্রাফিক এর মধ্যে প্রত্যেকটাতে প্রশ্ন আকারে এনসার দেওয়া আছে খুব সুন্দর করে।

(Click This Link )


সাধারণত আমরা যেভাবে হাত দুই এইভাবে হাত ধুলে জীবাণু মারা যায় না, হাত ধোয়ার কয়েকটি স্টেপ আছে স্টেপ গুলা সম্পর্কে জানতে আমি দুটো লিঙ্ক শেয়ার করছি নিচে, একটি হচ্ছে w.h.o. এর ওয়েবসাইট থেকে আরেকটি হচ্ছে গুগলের ডুডল ভিডিও অনেকেই অলরেডি দেখেছেন ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আর যারা দেখেছেন তারা চাইলে আরেকবার দেখে আসতে পারেন।

( Click This Link )

( Click This Link )


আশা করি এতক্ষণে w.h.o. এর ওয়েবসাইটে সব তথ্য পেয়ে গেছেন। সো নিজে সচেতন থাকুন, অন্যদেরও সচেতন থাকতে সাহায্য করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ রাত ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: গরীব মরবে না খেয়ে

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:১১

নীরব খান জনতা বলেছেন: ঠিক বলছেন ভাই, সারা পৃথিবীতে কিছু মানুষ মারবে করোনা‌ আক্রান্ত হয়ে, আর কিছু মানুষ মারবে অর্থনৈতিক সমস্যায়

২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৮:২৫

জাহিদ হাসান বলেছেন: Stay at Home, stay safe.
Stay at Home, stay safe.
Stay at Home, stay safe.

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৪

নীরব খান জনতা বলেছেন: Yes, brother everyone shoud stay home

৩| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আমেরিকায় ১৯,৬৪৩
আক্রান্ত। মৃত্যু হয়েছে ২৬৩ জনের। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সবচে বেশি। ৮,৪০৩ জনের মধ্যে ৫০ জন মৃত্যুবরণ করেছে।

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৬

নীরব খান জনতা বলেছেন: প্রতিনিয়ত সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.