![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন হয় যদি পৃথিবী ছাড়াও অন্য একটি গ্রহে মানুষ বসবাস শুরু করে। এই স্বপ্নটাকে মাথায় রেখে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে কয়েক দশক ধরে। মঙ্গল এর পরিবেশকে বোঝার জন্য অনেকগুলো মহাকাশযান পাঠানো হয়েছে। ১৯৯৭ সালেই মঙ্গলগ্রহের পৃষ্ঠে প্রথমবারের মতো একটি রোভার ডিভাইস অবতরণ করে। এরপর থেকে বেশ কয়েকবারই মঙ্গলগ্রহের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে রোভার পাঠানো হয়।
গত ৩০ জুলাই ২০২০ সালে নাসা Perseverance Rover পাঠায় মঙ্গোল এর উদ্দেশে। আজকে বাংলাদেশ সময় রাত ২ টা বেজে ৫৫ মিনিটে মঙ্গলে পাঠানো নাসার মঙ্গলযান পারসেভেরেন্স সেখানকার পৃষ্ঠে অবতরণ করবে। পুরো পৃথিবী জুড়ে বিশাল একটা সংখ্যার মানুষ বিশ্বকাপ খেলা দেখার মতো এক্সসাইটেড হয়ে দেখবে পারসেভেরান্স রোভার এর ল্যান্ডিং। যখন আমি এই লেখাটি লিখতেসি তখন পর্যন্ত পারসেভেরান্স রোভার এর দুরত্ব পৃথিবী থেকে ২৯২,২০৯,০৩৫ মাইল এবং মঙ্গোল থেকে ৩,১৬,০০০ মাইল। ৫৭ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাবে।
Perseverance Rover সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখতে পারেন নাসার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংক
https://mars.nasa.gov/mars2020/
আজ রাত ১ টা বেজে ১৫ মিনিট হতে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ তাদের লাইভ স্ট্রিম শুরু হবে যেখানে মিশন এর হালনাগাদ সরাসরি দেখানো হবে
নাসার লাইভ স্ট্রিম লিংক :
https://cutt.ly/ek6hjlo
নাসা মিশন কন্ট্রোল রুম লাইভ স্ট্রিম :
https://www.youtube.com/watch?v=GIooAx_GkJs
এই মিশনের ব্যয় ধরা হয়েছে ২.৭ বিলিয়ন ডলার। এটি ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন’ থেকে ‘অ্যাটলাস-ভি’ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে । পারসেভেরান্স যে নমুনা সংগ্রহ করবে তা ২০৩১ সালে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে আরো বিস্তারিত গবেষণার জন্য।‘পার্সিভারেন্স’ এর সাথে (পেটের ভেতর)যাচ্ছে Ingenuity নামে একটি হেলিকপ্টার,যেটি হতে যাচ্ছে পৃথিবীর বাইরে উড়ন্ত সর্বপ্রথম হেলিকপ্টার।
মঙ্গলেের আকাশে পৃথিবী,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
পৃথিবীর বুক থেকে আকাশের দিকে তাকালে যেমন অসংখ্য মিটমিটে তারা আর সূর্যের আলোয় উজ্জ্বল স্থির আলোর গ্রহদের দেখা যায়, মাঝে সাঝে চোখে পড়ে মঙ্গলকেও, তেমনি মঙ্গলের মাটি থেকে আকাশের দিকে তাকালে খুঁজে পাওয়া যায় পৃথিবীকে।
মঙ্গলের মাটিতে হেঁটেচলে বেড়ানো পৃথিবীর কিউরিওসিটি রোভার স্পষ্ট ছবি পাঠিয়েছে মঙ্গলের মাটি থেকে পৃথিবী দর্শনের।
কিউরিসিটি রোভার যে ছবি পাঠিয়েছে তা দেখে নাসার বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গল থেকে খালি চোখেই পৃথিবীকে দিব্যি দেখা যায়। তবে কিউরিসিটিই প্রথম নয়। এর আগে মঙ্গল থেকে পৃথিবী দেখার ছবি ২০০৪ সালে পাঠিয়েছিল আমেরিকার রোভার স্পিরিট।
মঙ্গলেে আকাশ থেকে কিউরিসিটি রোভার যানের চোখে দেখা, পৃথিবী, বৃহস্পতি ও শুক্র। পৃথিবী নীচে, মাঝখানে বৃহস্পতি ও উপরে শুক্রগ্রহ।
Send your name to NASA: https://cutt.ly/qk6VOcS
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৩
নীরব খান জনতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: ভেরি গুড নিউজ! আচ্ছা দেখবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬
নীরব খান জনতা বলেছেন: দেখেন নতুন কিছু জানতে পারবেন
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: মধ্যরাত বলে আমার জন্য লাইভ দেখা সম্ভব হবে না বলে দুঃখ বোধ করছি। কিন্তু আপনি একটা পোস্ট দিয়ে এই অত্যাশ্চর্য বৈজ্ঞানিক অভিযানের খবরটি লিঙ্কসহ শেয়ার করে অগণিত ব্লগারদেরকে সেটা দেখার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।
পোস্টে ভাল লাগা + +।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৫
নীরব খান জনতা বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটি সার্থক মনে হচ্ছে
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: জয় হোক বিজ্ঞানের। তথ্যমূলক খবর দেখতে পেলাম
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৭
নীরব খান জনতা বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: হুজুরদেরও দেখা উচিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০০
নীরব খান জনতা বলেছেন: ঠিক বলেছেন।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
মংগলে মানুষ বাঁচার মত বাতাস নেই, সেখানকার বাতাসে দরকারী পরিমাণ অক্সিজেন ও নাইট্রোজেন নেই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
নীরব খান জনতা বলেছেন: আপনি ঠিক বলেসেন কিন্তু একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে, মঙ্গোল এর বাতাস পৃথিবীর তুলনায় অনেক হালকা হওয়ার কারণে ঐখানে কোনো হেলিকাপ্টার উড়ানো সম্বব হয়নি। দীর্য ৬ বসরের গবেষণায় সেটা সম্বব করে এবারের মিশন এর সাথে পাঠানো হয়েছে Ingenuity যেটা মঙ্গোল এর বাতাসে উড়বে।
সবকিছুরই অল্টারনেটিভ আছে। এগুলো নিয়ে বলতে গেলে আরেকটা পোস্ট লিখা লাগবে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৭
সোহানী বলেছেন: ধন্যবাদ খবরটি ডিটেইলস শেয়ার করার জন্য। আমার ছেলেমেয়েরা প্রতিদিন আপডেট জানায় আমাকে। খুব এক্সাইটেড তারা। আমার মার্ক রোভারের ভিডিউগুলো বেশী ভালোলাগে। অনেক সহজভাবে বুঝিয়ে দেয়।
পোস্টে ++
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০২
নীরব খান জনতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ খবরটা কষ্ট করে পড়ার জন্য। আর ছেলেমেয়েদেরকে এখন থেকে এগুলার প্রতি আগ্রহ গড়ে তুলুন। পৃথিবীর বাহিরের জগৎ টাও জানা প্রয়োজন আছে।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৯
এমেরিকা বলেছেন: যেহেতু সামু ব্লগে টেক্সট কপি করা যায়না, তাই কোন ইউআরএল শেয়ার করলে অবশ্যই লিঙ্ক আকারে দেবেন।
মঙ্গল গ্রহ থেকে শুক্র গ্রহ পৃথিবীর চেয়েও বড় দেখায়। কারণটা বুঝলাম না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮
নীরব খান জনতা বলেছেন: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি মাথায় রাখবো
ভালো করে দেখেন আমিতো পৃথিবীকেই বড় দেখতে পাচ্ছি।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬
ফয়সাল রকি বলেছেন: লাইভ দেখা হয়নি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৮
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ।