![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।
বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না?
আমাদের ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, ভালো পরিচালক আছেন, ভালো প্রযোজক আছেন , টাকাওয়ালা স্পন্সরও আছেন।
কিন্তু তারপরও আমরা হিন্দি চ্যানেল গুলোর সাথে পেরে উঠছি না কেন ?
কারন শুধু একটাই ---
হিন্দি চ্যানেল গুলা দেখুন ----- প্রতিটি চ্যানেল নির্দিষ্ট কিছু টপিক নির্ভর । তারা আমাদের চ্যানেল গুলার মত অলরাউন্ডার হতে চায় না।
হিন্দি আগ্রাসন রুখতে হলে আমাদের আলাদা আলাদা বিষয়ের উপর চ্যানেল খুলতে হবে --- মিউজিকের জন্য আলাদা মিউজিক চ্যানেল ,
নাটকের জন্য আলাদা চ্যানেল ,খবরের জন্য আলাদা চ্যানেল , মুভিজের আলাদা চ্যানেল ।
বাচছাদের বিনোদনের জন্য আলাদা কার্টুন চ্যানেল যেখানে জনপ্রিয় কার্টুন গুলা বাংলাতে ডাবিং করে দেখাবে ।
জনগণ যখন যেটা চাইবে দেখতে পারবে ।
দোষ আসলে আমাদের চ্যানেল মালিকদের ,তারা সব কিছু একসাথে জনগণকে গেলাতে চান ।
যদিও এখন এই রকম টপিক ভিত্তিক চ্যানেল বাংলাদেশর মিডিয়া বাজারে আসতেছে, কিন্তু তারপরও সঠিক পরিকল্পনা এর অভাবে এই গুলা বাজার ধরতে পারছে।
চ্যানেল মালিকরা চাইলে সহজেই বিদেশি চ্যানেল এর বাংলাদেশী স্বত্ত কিনতে পারেন ( চ্যানেল খুলতে তারা কম টাকা খরচ করেন না ) , যার মাধ্যমে বিদেশি প্রোগ্রাম বাংলায় ডাবিং করে আমাদের উপযোগী করে দেখাতে পারি ।
কেউ কি এভাবে ভাবে?
#লেখাটি প্রথম ব্লগার ধীমান অনাদি এর একটি পোস্টে কমেন্ট হিসেবে লিখেছিলাম #
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
নিশাত শাহরিয়ার বলেছেন: আপনার পয়েন্ট গুলাও ভাবার মত !
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
দূর্যোধন বলেছেন: শুরু থেকেই বানিজ্যিকিকরনের ধান্ধায় থাকার কারনে অধঃপতন । দর্শককে কি দেখানো হবে,কিভাবে স্ক্রিনে আটকে রাখা হবে তার ব্যবস্থা না করে আগে স্পন্সরের টাকা ওঠানোর ব্যবস্থা করা হয় বিজ্ঞাপন যথেচ্ছভাবে প্রদর্শন করে । প্রোগ্রাম ভালো হলে দর্শক স্পন্সর সবই আসবে -তা তারা বুঝতে চায় না । তাই দর্শকও বসে থাকেনা । তাছাড়া নিম্নমানের নকল অনুষ্ঠান আর পেটে কলাগাছ দিয়ে সুড়সুড়ির স্থুল ভাড়াঁমো আর কতদিন হজম হয় ?
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
নিশাত শাহরিয়ার বলেছেন: আমার কাছে মনে হয় এইটা হইলো মেইন সমস্যা! তাদের লক্ষ্যই থাকে চ্যানেল খুলছি টাকা দিয়া যা পার এখন কম সময়ে সেই টাকাটা তুলে নাও!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
একজন ঘূণপোকা বলেছেন: ভাল বলেছেন
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
নিশাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: মুল ঘটনা অন্য জায়গায়। বাংলাদেশে চ্যানেল ব্যবসা নয় অস্ত্র। আর এই অস্ত্রকে শাণিত রাখতে হলে টকশো, নিউজ, খেলার সময় হাই বিড, বিজ্ঞাপণ এজেন্সীতে দস্যুতা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়া ব্যস্ত থাকতে হয়। দর্শকের চিন্তা কোন চ্যানেলের নেই। বাংলাদেশে মিডিয়ার তুলনায় অনেক লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলছি।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
নিশাত শাহরিয়ার বলেছেন: হ্যাঁ , আপনার পয়েন্টটাও যুক্তিযুক্ত । এখন এটাই হচ্ছে। চ্যানেল গুলা হয়ে উঠছে রাজনৈতিক অস্ত্র !
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
স্পাইসিস্পাই001 বলেছেন: মিডিয়া গুলো যদি এইসব বিষয় নিয়ে ভাবত...
ধন্যবাদ আপনাকে ....উপস্থাপনা প্রশংসনীয়.....
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
নিশাত শাহরিয়ার বলেছেন: আমরা ভাবতে পারি। আমাদের ভাবতে হবে। আমরা সচেতন হলে তারাও এক সময় সচেতন হবে।
ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
নিষ্কর্মা বলেছেন:
আমাদের চ্যানেল গুলোয় বিজ্ঞাপনের আধিক্য। মনে হয় যেন বিজ্ঞাপন দেখছি, অনুষ্ঠান নয়।
আর আমদের পরিচালক-কাহিনীকারদের মেধা নিয়েও আমার প্রশ্ন আছে। তারা সৃষ্টিশীল কিছুই বানাতে পারে না, না কোন ভাল কাহিনীকে দিতে পারে উত্তম চিত্র-রূপ।