![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চুপ থেকেও অনেক কিছু বলে ফেলা যায়। নিস্তব্ধতার নিজস্ব ভাষা আছে। যারা তা বুঝতে পারে তাদের সাথে নিরব কথা বলতে চাই। আপনাদের সবাইকে নিরবতার নিশ্চুপ প্রতিধ্ধনি শোনাতে চাই।
প্রিয় সহব্লগার বন্ধুরা। (a-b)2= a2 + b2 - 2ab একটি সাধারন এবং অতি পরিচিত সূত্র। এ সূত্র থেকে মজার এই বিভ্রিন্তিটি পোষ্ট করা হল। (চলকের পরের ২ কে স্কয়ার পড়ুন)
16-36 = 25-45
or, (4)2 - 2.4.9/2 = (5)2 - 2.5.9/2
or, (4)2 - 2.4.9/2 + (9/2)2 = (5)2 - 2.5.9/2 + (9/2)2
[উভয়পক্ষে (9/2)2 যোগ করে]
or, (4 - 9/2)2 = (5 - 9/2)2
or, 4 - 9/2 = 5 - 9/2
[উভয়পক্ষে বর্গমূল করে]
or, 4 = 5
এও কি সম্ভব????????? তাহলে ভুলটা কোথায়?????
২| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: সেটাই তো জিজ্গাসা করছি। ভুলটা ধরিয়ে দিন।
৩| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:০০
কৌশিক বলেছেন: 2.4.9/2 এটা মানে কি? . নাকি পুরণ? মানে (2.4.9)2?
৪| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:১১
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার। তবে অন্য বল্গারদের কাছ থেকে উত্তর আশা করছি। তাই আপনার মন্তব্য মুছে ফেলা হল।
৫| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:১৪
নিশ্চুপ নিরবতা বলেছেন: @কৌশিক। (.) মানে পূরণ। আর () এর পরের ২ কে স্কয়ার পড়ুন। ধন্যবাদ।
৬| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৩
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: আপনি যখন বর্গমূল করবেন তখন+,- দুটোই নিতে হবে। - নিয়ে দেখুন, মিলে যাবে। মানুষকে এভাবে বিভ্রান্ত করবেননা।
৭| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫
সক্রেটিস বলেছেন: মজার কিছু নাই। আপনে ± এর ব্যপারটিকে সম্পূর্ন উপেক্ষা করেছেন। আর FALSE স্টেটমেন্ট থেকে প্রমান কর্ছেন ৪=৫।
এখানে,
(4-9/2)^2 = (5-9/2)^2 …….. (A)
=> sqrt [(4-9/2)^2] = sqrt [(5-9/2)^2]
=> ± (4-9/2) = ± (5-9/2) এরকম হবে।
যেহেতু ট্রু স্টেটমেন্টে radical sign (স্কয়ার রুট sqrt) বসেছে, তাই এখান থেকে সম্ভাব্য প্রাপ্ত স্টেটমেন্ট গূলোকে লজিকাল OR দিয়ে লেখা যায় এভাবে-
(4 - 9/2) = (5 - 9/2) OR (4 - 9/2) =-(5 - 9/2) OR -(4 - 9/2)=(5 - 9/2) OR -(4 - 9/2)=-(5 - 9/2)
সব গুলো স্টেটমেন্ট TRUE নাও হতে পারে। কিন্তু সবগুলো FALSE হবে না, কারন (A) নং TRUE।
যেহেতু ৪=৫ এটা FALSE,
তাই উপরের ১ম ও ৪র্থ ভুল (FALSE premises)
আর ২য় ও ৩য় সঠিক বা TRUE premises
যাইহোক, এর থেকে ভাল সমাধান অন্য কোন ব্লগার দিতে পারবেন আশা করি।
৮| ১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩০
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সক্রেটিস ভাইয়াকে ধন্যবাদ, কারণ আমি যেমন সমাধান লিখতাম আপনিও অনেকটাই তেমন একটি পোষ্ট দিয়েছেন।
৯| ১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩৯
নিশ্চুপ নিরবতা বলেছেন: @তেপান্তের মাঠ পেরিয়ে। ভাই কাওকে বোকা বানানো বা অমনভাবে বিভ্রন্ত করার জন্য পোষ্ট করিনি। এটি শুধুই আপনাদের সাথে একটা গানিতিক সমস্যা শেয়ার করা। আর আমার পোষ্ট এ কোথাও আমি বলিনি এটি সঠিক। তারপরও আপনার যদি মনে হয় এই পোষ্ট করা ঠিক হয়নি তবে আমি আপনার কাছে দুঃক্ষ প্রকাশ করছি। অন্য ব্লগাররাও যদি মনে করেন এটি ঠিক হয়নি তবে পোষ্টটি মুছে ফেলা হবে।
১০| ১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৪৬
ত্রিভুজ বলেছেন: Click This Link .. এখানে এটা নিয়ে আলোচনা হয়েছিলো.. মন্তব্যে দেখতে পারেন।
গনিত অনেক মজার বিষয়... ব্লগে ইদানিং গনিত বিদদের আনাগোনা দেখা যাচ্ছে বেশ.. ..ভাল।
১১| ১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৫২
ব্রাইট বলেছেন: ঠিকআছে।
১২| ১৫ ই জুন, ২০০৮ রাত ৯:৫৮
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ ত্রিভূজ।
১৩| ১৫ ই জুন, ২০০৮ রাত ১০:২৩
বৈকুনঠ বলেছেন: পড়ালেখা ছারছি বহু বছর হইছে। পেলাস মাইনাসের বেপারটা পেরায় ভুইল্যা গেছিলাম। মজা লাগলো। শুকেসে রাখলাম। হঠাৎ কাউরে দেখায়া ভড়কায়া দেওন যাইব হে হে
১৪| ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:০২
নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ বৈকুনঠ, আপনার মন্তব্যের জন্য।
১৫| ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:১৭
হ্যারি সেলডন বলেছেন: পুরান মাল। তয় ভালই লাগছে। পিলাস।
১৬| ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
বিবেক সত্যি বলেছেন: ব্যাপারটা যেমন ই হোক, মজার তো বটেই ...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: ঠিক মনে হলো কোথায় ?ক্যালকুলেশন পুরোটাই তো ভুল