![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল নতুন ডেস্কটপ বা ল্যাপটপ কিনলে দেখা যায় সেখানে ড্রাইভের সংখ্যা থাকে একই কি দুইটি। অথচ এ দুটো ড্রাইভ অনেকের জন্য যথেষ্ট নয়। তথ্য সংরক্ষন বা নিরাপত্তার জন্য অনেকের প্রয়োজন হয় একাধিক ড্রাইভ। সে ক্ষেত্রে সঠিক নিয়ম না জানার কারনে বিভিন্নিজনের কাছে শরনাপন্ন হতে হয় কাউকে। কেউ কেউ আবার সার্ভিস সেন্টারে অযথা অযৌক্তিক ফি দিয়ে পার্টিশন ভেঙ্গে নেন। আবার অনেকেরা নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে একাধিক ড্রাইভ বানিয়ে নেন। অথচ একটু মেধা ঘাটালেই কোন সফটওয়ার ছাড়াই সহজভাবে একাধিক ড্রাইভ তৈরী করে নিতে পারতেন যে কেউ।
দুদিন আগে বসুন্ধরা সিটিতে গিয়ে দেখি এলাকার এক বড় ভাই এক দোকানে তার ল্যাপটপ নিয়ে এসেছেন একাধিক ড্রাইভ করে দেয়ার জন্য। এর জন্য দোকানী প্রতি ড্রাইভের জন্য সার্ভিস চার্জ চেয়েছে আড়াইশত টাকা। সে হিসাবে অতিরিক্ত চারটা ড্রাইভ করার জন্য মোট একহাজার টাকা চেয়েছে। অনেক দরদাম করে একহাজার থেকে ৮০০তে নেমেছে এসেছে দোকানী। দোকানীর কথা ভাইয়া তার পরিচিত বলে ৮০০তে রাজি হয়েছে। অন্য কেউ হলে রাজি হতোনা।
ভাইয়া নাকি এর আগে ল্যাপটপ ছাড়াই তার কাছে জিজ্ঞাসা করেছিল,তার ল্যাপটপের ড্রাইভটা চারটা করা যাবে কিনা। দোকানী তখন বলেছিল,ল্যাপটপ্টা আগে দেখতে হবে। না দেখে বলা যাবেনা। সে প্রেক্ষিতে ভাইয়ার আজকে ল্যাপট নিয়ে আসা। কৌশলে ভাইয়াকে সেই দোকান থেকে বের করে নিয়ে গেলাম Level 8এ। তারপর সেখানে একটি টেবিলে বসে ড্রাইভটি ভেংগে ৫টা করে দিয়েছি। এর জন্য সময় লেগেছে সর্বোচ্চ সময় ১০ মিনিট। অতি অল্প সময় সুন্দরভাবে কাজটা করার জন্য ভাইয়া ধন্যবাদ জানালেন আমাকে। আর দোকানীকে গালাগালি করলেন অতিরিক্ত সার্ভিসচার্জ চাওয়ার জন্য। দোকানী বললাম একারনে দোকানী একজন মহিলা ছিল।
এতো গেল একজনের কথা। আমার এক ভাইগ্নার কাছে শুনেছি,দুহাজার দশ সালে আইডিবি ভবনে তার ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য ১৫শত টাকা নিয়েছে। অথচ আমার কাছে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য পাঁচশতর বেশী টাকা নেওয়াটা অযৌক্তিকর মনে হয়। এই ভাইয়া আর ভাইগ্নার মত কতজনযে না জেনে এভাবে কত টাকা খুইয়েছে আল্লাহ মালুম।
এখন শিখে নিন কিভাবে একটি ড্রাইভটা ভেঙ্গে একাধিক করবেন।
প্রথমে দেখে নিন,আপনার হার্ডডিস্কের ধারন ক্ষমতা কতটুকু। তারপর সিদ্ধান্ত নিন ড্রাইভটাকে কতভাগে বিভক্ত করবেন। সাধারনত চার থেকে পাঁচটার বেশী ড্রাইভ প্রয়োজন হয়না।
প্রথমে My Computerএ Right Button দিয়ে Click করে Manageএ যান। তারপর একদম উপরে বাম দিকে দেখবেন Disk Management লেখা আছে। সেটি Silect করুন।একটা নতুন Window বা Page আসবে। যে ড্রাইভটি ভেঙ্গে একাধিক করতে চান,সে ড্রাইভের উপর Right Button টি ক্লিক করে Shrink Volume টি Click করুন। এরপর কি আকারে Drive করতে চান তা উল্লেখ করুন। তারপর New Volumeএ Click করে Next চাপুন। অতঃপর ড্রাইভের জন্য যে কোন একটি নাম দিয়ে Next চাপুন। এখন দেখুন আপনার কাংক্ষিত ড্রাইভটি তৈরি হয়ে গেছে। উপরক্ত নিয়মে একাধিক ড্রাইভ তৈরি করুন।
উল্লেখ্য Windows7 বা 8 এ একাধিক ফাংশন বা ফিচার থাকলেও কাজের ধরনগুলো সব প্রায় একই।।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬
নিশি মানব বলেছেন: মনের প্লাসই বড় প্লাস প্রযুক্তির প্লাস বা কি?
ভাল লেগেছে এটাই বেশী চেষ্টা করবো আপনাদের আর ভাল কিছু দিতে।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
পানির বোতল বলেছেন: আচ্ছা , দুটা ড্রাইভকে এক করার কাজও কি একই ভাবে করা যাবে ?
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
নিশি মানব বলেছেন: কিছুটা সেরকম। সময় করে সে বিষয়টা নিয়ে একটা পোষ্ট দিবো। ততক্ষনে অপেক্ষা করুন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
নষ্ট কাক বলেছেন: এই টিপস টা দারুণ।
এইটা ব্যবহার কইরা কত টাকা যে পকেটে ঢুকাইছি চিন্তা করতে হবে
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০০
নিশি মানব বলেছেন: কত টাকা ভাই?
এক টুকরো মিষ্টি খাবার ধান্দায় আছি।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০২
নিশি মানব বলেছেন:
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
ভিটামিন সি বলেছেন: হার্ডড্রাইভ পার্টিশান করে দিয়েও টাকা নেয়!!!! জীবনে তাইলে কত টাকা যে লস করলাম। আমি পোলাপাইনরে ফ্রি উইন্ডোজ সেটআপ দিয়া দেই, মাদাবোর্ডের ড্রাইভার নামাইয়া ইন্সটল দিয়া ব্যাকআপ দিয়া দেই, অফিস, মিডিয়া প্লেয়ার, ফটোশপ, ফ্লাশ প্লেয়ার সহ প্রয়োজনীয় সবকিছু করে দেই। কিন্তু কেউ ই আজ পর্যন্ত টাকা তো দুরে থাক, বলল না যে ভাই, কষ্ট কইরা কামডা কইরা দিছেন, আসেন আপনাকে কেএফসি তে নিয়া যাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৫
নিশি মানব বলেছেন: আমিও তো জানতামনা। সেদিনই প্রথম জানলাম।
কি আর করবেন ভাই। আপনার কপালটাই খারাপ।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
আইজউদদীন বলেছেন: ধইন্নাপাতা নেন
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৭
নিশি মানব বলেছেন: মুগ্ধ হইয়া গ্রহন করিলাম।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
অগ্নি সারথি বলেছেন: Silect Volume না Shrink Volume?
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৩
নিশি মানব বলেছেন: দুঃখিত দাদা ভুল হয়েছে। Shrink Volume ই হবে।
এতগুলো মন্তব্যের ভীড়ে একজন ভুল ধরতে পেরেছে ভেবে ভাল লাগলো। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। চেষ্টা করবো সঠিক উত্তর দেবার।
আপনার মন্তব্য পেয়েই পোষ্টটা সংশোধন করে নিয়েছি।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
তূর্য হাসান বলেছেন: দুইটা ড্রাইভকে মার্জ করে একটা ড্রাইভ বানানো সম্ভব, কোনো ডাটা লস না করে? সম্ভব হলে কিভাবে একটু বণর্না করবেন কি?
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭
নিশি মানব বলেছেন: সম্ভব!
এ নিয়ে খুব শিখ্রই একটা পোষ্ট দিবো।
ততক্ষনে অপেক্ষা করুন।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: ভাই ঠিক উল্টোটা যদি করতে চাই?? মানে একাধিক ড্রাইভের পার্টিশন ভেঙ্গে একটি ড্রাইভ করতে চাইলে?? তা কি Disk Management এ করা সম্ভব ??
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯
নিশি মানব বলেছেন: একাধিক ড্রাইভের পার্টিশন... বুঝলামনা।
একটু বুঝিয়ে বলবেন কি!
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অগ্নি সারথি বলেছেন: Silect Volume না Shrink Volume?
শ্রিঙ্ক ভলিউম হবে । এই সিস্টেমে প্রথমে শ্রিঙ্ক করে পরে ঐ শ্রিঙ্ক করা ভলিউম থেকে একটা একটা করে পার্টিশন তৈরী করতে হয় । ব্যাপারটা একদম সহজ , তবে সময় সাপেক্ষ । ড্রাইভের সাইজ যত বড় হবে , সময়ও ততো বেশী লাগে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪১
নিশি মানব বলেছেন: নির্ভুল মন্তব্য।
আমার হয়ে উত্তর দেবার জন্য ধন্যবাদ।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
কিছুটা অসামাজিক বলেছেন: ভালো লাগলো ভাই পোস্ট টা। অনেক কাজে দিবে
০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪২
নিশি মানব বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো। যদি কখনো কাজে লাগে তাহলে আর ভাল লাগবে।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
পাগলা বস বলেছেন: সি ড্রাইভ কে একাদিক ড্রাইভ করলে কি ডাটা গুলো লস্ট হবে? ?? আমার নেট বুকে জাস্ট 2টা ড্রাইভ , সি ড্রাইভে 2৭৫gb আর বাকি গুলো ডি ড্রাইভে 45gb র মত হবে ,এক্টু জানালে খুশি হতাম
১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫
নিশি মানব বলেছেন: সি ড্রাইভে থাকা ডাটাগুলোর পরিমান মত রেখে দিয়ে বাকিটা ভেঙ্গে দিলে লস হবেনা।
উদাহরন স্বরূপ সি ড্রাইভে আপনার ক্যাপাসিটি ১০০ জিবি। বরতমানে সেখানে প্রায় ২৫ জিবির মত ফাইল আছে। তো আপনি সেখানে ২৫ জিবি রেখে দিয়ে বাকি ৭৫র জিবি ভেঙ্গে দিলে কোন সমস্যা হবেনা। আর যদি পুরো ড্রাইভটা ভেংগে দেন তাহলে প্রাথমিক পর্যায়ে কিছু কমান্ড গুলো এলোমেলো হবে। আর কিছুনা।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
এ.আর বাপ্পী বলেছেন: সত্যিই দারুন একটি পোষ্ট, পড়ে ভালো লাগলো..........
সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের সাইট এ ভিজিট করুন
http://www.a2znews24.com
ফেসবুকে আমরা:
http://www.facebook.com/a2znews24
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
নিশি মানব বলেছেন: সবার আগে সর্বশেষ সংবাদ পড়ার জন্য আপনার সাইটে ঢুইক্কা দেখি সবার পড়ে সর্বশেষ সংবাদ পরিবেশন করা হচ্ছে।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
লুৎফুল ইসলাম বলেছেন: কা জের পোষ্ট। আপনাকে ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
নিশি মানব বলেছেন: কাজে লাগচে জেনে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: চরম কাজের জিনিস, শোকেসে রাখলাম। আমার প|লাস বাটন কাজ করে না বলে প্লাস দিতে না পারায় দুঃখিত।