নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁটাবিহীন ক্যাকটাস

নিশি পাগল

মোঃমাইদুল ইসলাম মুন্না রাজিবপুর,কুড়িগ্রাম

নিশি পাগল › বিস্তারিত পোস্টঃ

তোমরা আমাকে একজন শিক্ষিত, রুচিশীল এবং চরিত্রবতী মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।" - এম আই মুন্না

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৯

আপনি যত বড় হ্যাডামই হোন না কেন, আপনি কিন্তু মাটি ফেটে পৃথিবীতে আসেননি! নিশ্চয়ই আপনার একজন মা রয়েছেন!!! এই বঙ্গ দেশে অবশ্য নারীর মূল্য কমই দেয়া হয়েছে(নারী সমাজের কিছু জ্ঞানী গুণিরা বলেন)। ভাগ্যিস বাবার পরিচয়টা আমার রয়েছে!

আপনি কি ভাবতে পারবেন একবার- আপনি একজন বেশ্যার সন্তান! আপনার বাবার পরিচয় নেই, একেবারে খাস বাংলায় যাকে বলা হয় জাইরা পোলা! ভাবতে পারতেছেনতো! যদি ভাবতে পারেন,তবে মুন্নী সাহাকে পাঠাবো আপনার এই মুহূর্তের অনুভূতি জানার জন্য। যাক সে কথা।আমার টাকাও নেই, মুন্নী সাহা আসবেও না আপনার কাছে! কথা হল যেমন আছি, সেটাই ভাল। যদি তাই না হত, তবে এমন কেন হলোনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাগল হতে হতো।

কথা হল- আপনি সব কিছু মুখ বুঁজে সহ্য করে যাবেন, কিন্তু আপনাকে কেউ বেশ্যার পোলা বলবে, আপনি সেটা ছেড়ে কথা বলবেন না কিন্তু! আর সত্যিই যদি বেশ্যার পোলা হন, তবে আপনার কাছে আপনার মায়ের প্রতি কেমন সেন্টিমেন্ট কাজ করবে সেই সময়!!! এ জন্যেই বুঝি, আমার ধর্মে বিয়েটাকে ফরজ করা হয়েছে! আর নারীকে চরিত্রবতী হতে যা যা করনীয় তার সবটাই বলা হয়েছে।

বিজ্ঞান মুখী চিন্তা করলেও- চিকিৎসা শাস্ত্র বিদ্যা না জানা মানুষও ভেবে বলতে পারবে, যার গর্ভে জন্ম নিয়ে, যার রক্ত মাংস নিয়ে পৃথিবীর আলো দেখেছি,তার কিছু বৈশিষ্ট্য নিজের রক্তের ধারায় বয়ে চলতেই পারে!
ভালবাসা এক জিনিস, আর ভালবাসার শারীরিক সম্পর্ক গুলো অন্য রকম। মন অনেক কিছুই চাইতে পারে, তাই বলে কি সব চাওয়াই পরিবেশ বান্ধব!!

পরিবর্তনের ধারায় হয়তো আজকে কনডমের আবিষ্কার। কিন্তু পরিবর্তন এতটুকুই হয়েছে - প্রতিরোধের উপায় মাত্র উদ্ভাবন হয়েছে।প্রকৃতপক্ষে অনৈতিকতা বেঁচেই যাচ্ছে আমাদের সময় উপযোগী চাওয়ার মাঝে। আর দিনদিন আমরা লিঙ্গভেদ ভুলেই যাচ্ছি। কর্মের ক্ষেত্রে না হয়, নারীরা উদ্যমী হয়ে আমাদের পাশে এসে দাঁড়ালো! তাই বলে কি, আমি আমার পুরুষ কলিগ এর সাথে যেভাবে আচরণ করি, সেভাবে নারী কলিগ এর সাথে করতে পারব!! পুরুষের তুলনায় নারী কমল, তাই আমরা পুরুষেরা যতটা শ্রম দিতে পারবো যেখানে সেখানে। নারীরা সেটা পারবেনা। আর বাবার মত, ভাইয়ের মত আমাকেও পারতেই হবে এমন ভাবনাটা খারাপ নয়! কিন্তু মশাই! বাবা আর মা দুটো দু জিনিস এটা আপনাকে মানতেই হবে। এটা ফুলের জীবন নয়- ভ্রমর আসবে মধু পান করে চলে যাবে, বেলা শেষে ফুলের একা একা ঝরে পড়া। এ জন্যেই বুঝি- কিছু কিছু দেশের ইংলিশ বাবু আর মেম'রা বেলা শেষে সব অর্জন মানুষের কল্যাণে কোন চার্চ এর নামে উইল করে দিয়ে যায়! মশাই! উপায় নাই, আপন বলতে পোষা কুকুরটাই। প্রিয় ডগ এর নামেতো আর দেয়া ঠিক হবেনা!

"তোমরা আমাকে একজন শিক্ষিত, রুচিশীল এবং চরিত্রবতী মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।"
- এম আই মুন্না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.