নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ নিয়ে সরকারের সেই ২০০০-২০০১ সালের ভানুমতি খেল

০৬ ই মে, ২০১৫ ভোর ৬:২২



অনেক দিন আগেকার কথা। বিদ্যুতের সমস্যার জর্জরিত ছিলাম আমরা। সরকার বলত যে অনেক বিদ্যুৎ আছে, কিন্তু দিনের যে কোন সময়ে বিদ্যুৎ চলে যাওয়াটা একটা অতি স্বাভাবিক ব্যাপার ছিল। সেই সময়টা ছিল ২০০০-২০০১ সালের কথা।

এখন আবার সেই একই ব্যাপার শুরু হয়েছে! এর মানে কি?

সরকার এক দিকে বলছে তারা ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কিন্তু তাদের এই দাবী সর্বৈব মিথ্যা! কেননা আজ পর্যন্ত সরকারী হিসাবে ১০ মেগাওয়াট কেন, ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদিত হয় নাই এই দেশে।

তার উপরে সরকারের গাফিলতিতে বিদ্যুৎ বিতরন ও সঞ্চালন লাইনের রয়েছে বিপুল সমস্যা। সেই সমস্যা নিরসনে সরকারের কোনই দৃশ্যমান উদ্যোগ নেই। সরকার হয়ত তৃপ্তির ঢেকুর তুলছে এই ভেবে যে বিম্পির কোন আন্দোলনই জনগণ মানছে না। কিন্তু তার মানে এই নয় যে তারা সরকারের সকল অনিয়মের পক্ষে আছে। শুধু এই বিদ্যুতের কারনেই সরকার অনেক অজনপ্রিয় হয়ে গেছে।

যাই হোক, আমাদের কাছে ২০০০ সালের কথা খুব বেশি মনে পড়ছে। এই সরকার হয়ত অনেক দিন ক্ষমতায় থেকে যাবে। সে ক্ষেত্রে মরবে শুধু এই দেশের জনগণ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ সকাল ৭:৩৮

জে.এস. সাব্বির বলেছেন: সমস্যা আমাদের প্রতিটা সেক্টরেই আছে ।লোডসেডিংয়ের ব্যাপারটা বলতে গেলে আগের তুলনায় অনেকটাই কমেছে ।তবে সরকার যে হারে ঢাক ঢোল পিটায় তার কতটুকুর বাস্তবতা আছে আমাদের জানা নাই ।

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: ঢাকাতে বসবাস করলে কোণ কথাই নাই। আমার এই কথা মিথ্যা এ ক্ষেত্রে। তবে যদি ঢাকার বাইরে থাকেন, তাহলে মিলিয়ে দেখবেন।

২| ০৬ ই মে, ২০১৫ সকাল ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: পুরোটাই মিথ্যে দিয়ে সাজানো!

১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০০

নিষ্‌কর্মা বলেছেন: আমার লেখা মিথ্যা? ১৩ হাজার আর ৮ হাজারের গল্প সরকারের নিজের ডাটা, আমার না। একটু কষ্ট করে পিডিবি ওয়েবসাইট আর মাননীয় প্রধানমন্ত্রীর ৫ই মের বক্তব্য পড়ে দেখেন।

৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:২৫

অেসন বলেছেন: ২০০০-০১ কেন ? ২০০২-০৬ সময় কি বিদ্যূত সমস্যা ছিল না ? কত মেগাওয়াট
বিদ্যূত উৎপাদন করা সম্ভব তা বলতে পারবো না। তবে এই পিক সিজনে বিদ্যূতের
অবস্থা দেখে নিশ্চিত ভাবে বলা যায় বিদ্যূত ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০৪

নিষ্‌কর্মা বলেছেন: ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তাদের কথা এখানে টানা অপ্রাসঙ্গিক। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে তার সরকার ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম। কিন্তু পিডিবির ওয়েবসাইট থেকে জানা যায় যে এই ক্ষমতা আসলে ৭,৫০০ মেগাওয়াটের একটু কম-বেশি। এই পিক সিজনে বিদ্যুৎ ঘাটতি ঢাকাতে নাই বিধায় ঢাকাবাসী মনে করছে সারা দেশেই একই অবস্থা। এইভাবেই সরকার সবাইকে ধোঁকায় রেখেছে।

৪| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:০২

ঢাকাবাসী বলেছেন: আমি আপনাকে না টি ই চৌধু.. কে আর তার বসদের বলেছি।

৩১ শে মে, ২০১৫ দুপুর ১:৪৩

নিষ্‌কর্মা বলেছেন: ওঃ তাই বলুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.