নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

আইএস আছে, আইএস নাই!!!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮




মূল সংবাদঃ Click This Link

আমাদের স্মৃতি শক্তি এতই দুর্বল হয়ে পড়ে নি যে আমরা ভুলে যাবো যে বিগত বেশ অনেক মাস যাবত সরকার এবং পুলিশ বাহিনী অনেক ব্যক্তিদের আটক করে তাদের বাংলাদেশে আইএস-এর এজেন্ট বলে চালিয়ে দিয়েছে। তাদের সব মামলায় তাদের আইএস জঙ্গী হিসাবে দেখানো হয়েছে।

কালের কন্ঠ পত্রিকায় দেখা যাচ্ছে, বিদেশীরা "এই জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তার সংক্রান্ত বিভিন্ন পত্রিকার রিপোর্ট সরাসরি হাজির করছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এপিজির বৈঠকেও বাংলাদেশের তরফ থেকে দেশে আইএস নেই বলে দাবি করা হলে এশিয়া প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিরা বিভিন্ন ইংরেজি পত্রিকার রিপোর্ট তুলে ধরেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা মূল্যায়নে বাংলাদেশ পক্ষের সঙ্গে তারা বৈঠক করেন।"

অধ্যাপক মহাশয়ের কাছে প্রশ্ন, কিছু দিন আগে চট্টগ্রামের এক মহিলা আইনজীবিসহ তিন আইনজীবি গ্রেফতার হবার পরে তাদের আইএস-এর অর্থ যোগাদাতা হিসাবে বলা হয়েছিল, বলা হয়েছিল তারা জঙ্গীদের অর্থ দিচ্ছেন। এই সব সংবাদ তো পুলিশরা দেঁতো হাসি হেসে বার বার বলেছে। এখন কোন মুখে সরকার এই সব কথা অস্বীকার করবে? অধ্যাপক মহাশয়ই বা কোন মুখে তা অস্বীকার করবেন?

অতিচালাকের এই ভাবেই গলায় দড়ি পড়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

কালের সময় বলেছেন: হুম বুঝতে হবে ।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২০

নিষ্‌কর্মা বলেছেন: আমরা তাহাই বুঝিয়া থাকি যাহা আমাদের সদাশোয় সরকার বাহাদুর আমাদের বুঝাইয়া থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.