নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চলে যাবে ভাবলেই
মোচড় দিয়ে ওঠে বুকের মাঝে,
পাঁজরে আঁটকে থাকা ফুসফুস জোড়া দম হারিয়ে বাতাস খোঁজে,
চোখের তীরের সব বাঁধ ভেঙ্গে যায়
জোয়ার ফুঁসে ওঠে |
তুমি চলে যাবে ভাবলেই পূর্ণ জ্যোত্স্না ম্লান হয়
কন্ঠনালী শুকিয়ে যায় আকন্ঠ তৃষ্ণায়,
তোমাকে ধরে রাখার আকুতি গুলো এলোমেলো হয়ে যায় অসংলগ্ন কথায় |
তুমি চলে যাবে ভাবলেই বাতাসেরা হাহাকার করে উঠে,
অসহিষ্ণু ছোটা ছুটিতে পুরানো দেয়ালের অহ্মর গুলি অজান্তেই মুছে দেয় ওরা বিলাপের সুরে ঘষে ঘষে |
তবু তুমি যাবে চলে
চোখের সামনে দিন দুপুরে
অখন্ড রাত পেছনে রেখে;
এই কথা গুলো হয়তো যাবে তোমার অজানা ই থেকে |
নিজেকে ই ফেরাবার শক্তি আজ আর নেই,
কি দিয়ে আটকে রাখি তোমায় হারানো দিনের কাছে ই ?
২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
বোকামন বলেছেন: ++
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মাক্স বলেছেন: কোন কোন সময় হারানোর ভয় ম্লান করে দেয় সব আলো!
লিখাটি ভালো লাগলো!