নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা দিলাম এক বিন্দু ভালোবাসা পেলে
লিখবো না আর কোন বিরহী কবিতা,
কবিতার পঙতি তে আটকে থাকবে শুধুই শিমুল বকুল অসময়ের কৃষ্ণচূড়া |
কথা দিলাম কোন বিরহী সুর বাজবে না কোথাও
ভাঙ্গবে না কোন নদী তীর,
মাড়িয়ে যাব না জুতা পায়ে ঝরা শুকনো পাতা
সব সময় খেয়াল রাখবো যেন উঠে না কোন বিষাদী মর্মর সুর ও হতাশার কথা |
কথা দিলাম দু দিনের বেশি রাখবো না দাড়ি
দরকার হলে রোজ সেলুনে যাব,
নয়তো রেজর আয়না নিয়ে বসবো ব্যালকনিতে,
অবাধ্য চুল গুলো থাকবে সর্বহ্মণ পরিপাটি |
কথা দিলাম অগোছালো থাকবে না বিছানা
মেঝেতে যেখানে সেখানে ছেঁড়া কাগজের গাদা,
শেলফে থরে থরে সাজানো থাকবে উপন্যাস
টেবিলে কবিতার খাতা,
চাইলে ফুলদানিতে রাখতেও পারি তাজা রজনীগন্ধা অথবা গোলাপ লাল কিংবা সাদা |
কথা দিলাম তাসের আড্ডায় যাব না
ছোঁব না সিগারেট,
জড়াবো না চায়ের দোকানে কোন সমকালিন বিতর্কে;
ঠিক সময় ফিরবো ঘরে
ভুল পথে নয় ঠিক লাইনের বাসে
ভীরে গাদাগাদি করে অন্যের ঘামে ভিজে নয়
বাঁদুর ঝোলা হয়ে নয়, সিটিং সার্ভিসে |
কথা দিলাম রাখবো না পত্রিকার দাঙ্গা হাঙ্গামা রাজনীতি শেয়ার বাজারের খবর,
চোখ রাখবো শিল্প সাহিত্যের অঙ্গনে, সর্বোচ্চ খেলার পাতায় ;
খোঁজ রাখবো আজ কবিতা পাঠের আসর বসছে কোথায় |
কথা দিলাম যাবো না মিছিলে,
উত্তেজিত হব না একটু ও কোন উত্তাল স্লোগানে;
প্রতি টি মঙ্গল যাত্রায় অংশ নেব,
পাঞ্জাবি পাজামা পরে যাব বসন্ত বরণ উত্সবে,
সময় করে রমনা বটমূল, নজরুল একাডেমী, রবীন্দ্র সরোবরে |
কথা দিলাম রক মিউজিক শুনবো না
দেখবো না বিদেশী কোন সিরিয়াল,
যাব আর্টগেলারী, বই মেলায়
সন্ধ্যায় নাটক থিয়েটার অথবা চলচিত্র উত্সবে |
কথা দিলাম নিজেকে ঢেলে সাজাবো
শুদ্ধ মানুষ হব,
এক সাগর নয়
আঁজলা ভরে নয়
নয় মুটো ভরে
শুধু এক বিন্দু ভালোবাসা পেলে |
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০
সেলিম আনোয়ার বলেছেন: শুদ্ধ মানুষ হব,
এক সাগর নয়
আঁজলা ভরে নয়
নয় মুটো ভরে
শুধু এক বিন্দু ভালোবাসা পেলে |
সুন্দ হয়েছে ভাল লাগলো