নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জীবন কেটেই গেল কাজের ভীরে
ঘামের জলে তলিয়ে গেলাম করাল রৌদ্দুরে,
একটা জীবন বন্দিশালায়
পশুর মত আস্তাবলে শিকল গলায়;
একটা জীবন কেটেই গেল তৃষ্ণা নিয়ে
চৈত্র দাহে বিরান মাঠের পথিক হয়ে |
একটা জীবন বৃহ্ম জীবন
বুড়ো বট হয়ে পথের ধারে,
পরিয়াজী পাখিদের আশ্রয় দিয়ে
উচ্ছিষ্ট আর বৃষ্ঠা মেখে
ছায়া নিয়ে দাড়িয়ে থাকা |
একটা জীবন রঙিন ফানুস মুক্তি পেয়ে পালিয়ে যাওয়া,
ধিক ধিক ধিক আলো ছড়িয়ে
হঠাত্ করেই অন্ধকারে হারিয়ে যাওয়া |
©somewhere in net ltd.